Latest News

ময়নাগুড়িতে নাবালিকার বিয়ে! খবর পেয়েই ছুটে এল প্রশাসন, স্কুলে ফিরবে মেয়ে

দ্য ওয়াল ব্যুরো: নাবালিকার বিয়ে রুখল হলদিবাড়ি চাইল্ডলাইন। ঘটনাটি ঘটে উচলপুকুরি গ্রাম পঞ্চায়েতের চড়চড়াবাড়ি এলাকায়।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় ময়নাগুড়ি এলাকার এক নাবালিকাকে চড়চড়াবাড়ির ২৫ বছরের যুবক মনোরঞ্জন শীলের বাড়িতে বিয়ের জন্য নিয়ে আসা হয়েছিল। রীতিমতো আনুষ্ঠানিক ভাবে বিয়ের আয়োজন করা হয়েছিল সেখানে।

খবর পেয়ে ছুটে আসে মেখলিগঞ্জ ব্লক প্রশাসন ও হলদিবাড়ি চাইল্ডলাইনের কর্মী-আধিকারিকরা। আটকে দেওয়া হয় বিয়ে। ১৪ বছরের মেয়েটি যাতে ফের স্কুলে ফেরে সেদিকেই এখন নজর প্রশাসনিক কর্তাদের।

You might also like