Latest News

রাজ্যে করোনায় মোট মৃত্যু টপকালো সাড়ে তিন হাজার, একদিনে আক্রান্ত তিন হাজারের উপরে

দ্য ওয়াল ব্যুরো: একই ধারা বজায় রয়েছে রাজ্যে। গত কিছুদিন ধরে একদিনে করোনা সংক্রমণ মোটামুটি ৩ হাজারের আশপাশেই থাকছে। কোনও দিন একটু কম, কোনও দিন একটু বেশি। শনিবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যাটা ৩ হাজার ৪২। শুক্রবারের পরে শনিবারও রাজ্যে মৃতের সংখ্যা ৫৮। এদিনই রাজ্যে মোট মৃতের সংখ্যা সাড়ে তিন হাজার টপকালো। এখনও পর্যন্ত রাজ্যে করোনা নিয়ে মৃত ৩,৫১০ জন।

শনিবার প্রকাশিত বুলেটিন বলছে, রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্ত ১ লাখ ৭৭ হাজার ৬৫৯ জন। এই মুহূর্তে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২৩ হাজার ৩৯০। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৮০১ জন। রাজ্যে সুস্থতার হার ৮৪.৮৬ শতাংশ। উল্লেখ্য, ইদানীং রোজই রাজ্যে সুস্থতার হার বাড়ছে। একই সঙ্গে নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হারও কম। গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৭৮১টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ ৮.৪১ শতাংশের।

এখন রোজই দেখা যাচ্ছে কলকাতার থেকেও আক্রান্তের সংখ্যায় এগিয়ে থাকছে উত্তর ২৪ পরগনা। এদিনও তাই হয়েছে। জেলায় একদিনে নতুন আক্রান্ত ৫৫৯ জন। মৃত ১৪ জন। আর কলকাতায় গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৫৪৮ জ‌ন ও মৃত ১৮ জন।

এদিন ফের একদিনে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে দক্ষিণ ২৪ পরগনায়। এদিন আক্রান্ত ২১৭ জন। এরও উপরে পশ্চিম মেদিনীপুর। আক্রান্তের সংখ্যা ২৩৫। পূর্ব মেদিনীপুরে আক্রান্ত ১৮০ জন আর হাওড়ায় ১২২ জন। পূর্ব বর্ধমানের তুলনায় পশ্চিম বর্ধমানে নতুন আক্রান্ত এদিন বেশি। দুই জেলায় নতুন আক্রান্ত যথাক্রমে ৬৩ ও ১২৩।

এছাড়াও একদিনে শতাধিক আক্রান্তের খোঁজ মিলেছে এমন জেলার মধ্যে‌ রয়েছে বাঁকুড়া (১৩৩) ও নদিয়া (১১২)। উত্তরবঙ্গে তিন জেলা একেবারে কাছাকাছি। আলিপুরদুয়ার (৯৬), কোচবিহার (৯০) এবং দার্জিলিং (৯৬)।

You might also like