
আরও পড়ুন
ছত্তীসগড়ে মাওবাদীদের হাতে খুন ৪ গ্রামবাসী, মারধর অনেককে
রোজই রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ছে। আর তার ফলে একদিনে আক্রান্তের সংখ্যা কাছাকাছি থাকলেও পরীক্ষা অনুসারে পজিটিভ রিপোর্টের হার কমছে। গত ২৪ ঘণ্টায় মোট ৪৬,৫০৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে আক্রান্ত ৮.৩৭ শতাংশ। একই ভাবে রাজ্যে সুস্থতার হারও বাড়ছে। গত কয়েকদিন সুস্থতার হার ছিল ৮৪ শতাংশের উপরে। এদিন তা হয়েছে ৮৫.১৯ শতাংশ। রবিবারের বুলেটিন অনুসারে, রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮ জন। এই মুহূর্তে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২৩,২১৮।
জেলা হিসেবে আক্রান্তের হিসেবে অবশ্য তেমন বড় কোনও হেরফের নেই। এদিন কলকাতার থেকে আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাতেও এগিয়ে উত্তর ২৪ পরগনা। এদিন জেলায় নতুন আক্রান্ত ৫৯০ জন, মৃত ১০। সেখানে কলকাতায় আক্রান্ত ৫৪১ এবং মৃত ৮। গত ২৪ ঘণ্টায় হাওড়া জেলাতেও করোনা নিয়ে মৃত ১০ জন। ওই জেলায় নতুন আক্রান্ত ১১৯ জন।
গত ২৪ ঘণ্টায় অনেকটাই বেড়েছে হুগলি জেলার আক্রান্তের সংখ্যা। বেশ কিছুদিন কম থাকার পরে এদিন জেলায় নতুন আক্রান্ত ২৯০ জন। এর পাশাপাশি আক্রান্তের সংখ্যায় এগিয়ে দক্ষিণ ২৪ পরগনা। নতুন আক্রান্তের সংখ্যা ১৯০। দুই মেদিনীপুরের মধ্যে এগিয়ে পশ্চিম। পূর্বে আক্রান্ত ১৫২ জন আর পশ্চিমে ১৭৫ জন। দুই বর্ধমানের মধ্যেও এগিয়ে পশ্চিম। ওই জেলায় নতুন আক্রান্ত ১২৪ জন। পূর্বে ৬৭ জন। নদিয়ায় সেই সংখ্যাটা ১১৭।
তবে রাজ্যের বাকি জেলাগুলিতে এদিন নতুন আক্রান্তের সংখ্যা একশোর নীচে। উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ার ও দার্জিলিং দুই জেলাতেই গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৫ জন করে। এছাড়া জলপাইগুড়িতে ৮৬ এবং কোচবিহারে ৬৫ জন নতুন আক্রান্ত।