Latest News

করোনায় আক্রান্ত ও মৃত্যু একই ভাবে বাড়ছে রাজ্যে, সুস্থতার হার ৮৪ শতাংশের উপরে

দ্য ওয়াল ব্যুরো: গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ২,৯৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এই সময়ে মৃত্যু হয়েছে ৫৮ জনের। সংখ্যার হিসেবে বেশ কিছুদিন ধরেই একই হারে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে সুস্থতার হারও বাড়ছে। শুক্রবারের বুলেটিন অনুসারে রাজ্যে সুস্থতার হার ৮৪.৪৮ শতাংশ।

আরও পড়ুন

সুশান্তের মৃত্যুতে মাদক যোগ, রিয়ার বাড়িতে নারকোটিক্স ব্যুরোর সার্চ টিম

এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬৫৯ জন। আর সুস্থ হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৫৫৩ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৫২ জনের। এদিন পর্যন্ত অ্যাক্টিভ রোগী ২৩ হাজার ৬৫৪ জন।

রাজ্যে গত ২৪ ঘণ্টায় মোট ৪০ হাজার ৬২০টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৮.৪৫ শতাংশ পজিটিভ এসেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগনায়। আক্রান্ত ৫৭২ জন ও মৃত ১৪ জন। সেখানে এই সময়ে কলকাতায় আক্রান্ত ৪২২ জন ও মৃত ১৭ জন। এদিন কলকাতার মোট মৃতের সংখ্যা ১,৩৫০-এ পৌঁছে গেল।

জেলা হিসেবে এর পরেই গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যায় এগিয়ে কোচবিহার। আক্রান্ত ১৬৬ জন। এর পরেই রয়েছে পূর্ব মেদিনীপুর (১৫৭) পশ্চিম মেদিনীপুর (১৫৫), হুগলি (১৪৩), আলিপুরদুয়ার (১৩৪), দক্ষিণ ২৪ পরগনা (১৩৩), পশ্চিম বর্ধমান (১৩০), হাওড়া (১২০), দার্জিলিং (১১১)। বাকি জেলাগুলিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা একশোর নীচে।

You might also like