
চামটার জঙ্গল থেকে ৬০ কিলোমিটার দূরে কুলতলির দেউলবাড়ি-দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পেটকুলচাঁদ ও সাবুর আলিকাটা এলাকায় বুধবার বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক ছড়িয়ে ছিল।
আজমল মারি ১ নম্বর জঙ্গল থেকে হঠাৎই লোকালয়ে চলে এসেছিল সেই ছোট্ট বাঘিনী। তবে তার তেজ কম নয়! গোটা জঙ্গল তার দিয়ে ঘিরে ছাগলের টোপ ফেলে বাঘিনীকে ভোররাতে খাঁচায় পুরেছিল বন দফতর।
এরপর শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ কুলতলি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পর অন্তর্গত চামটার ৫ নম্বর জঙ্গলে মুক্তি দেওয়া হল সেই দাপুটে বাঘিনীটিকে।