
দ্য ওয়াল ব্যুরো: গোসাবার বাঘিনীকে নিয়ে হইচইয়ের মাঝেই, সকলের নজর এড়িয়ে সাতজেলিয়া থেকে আরেক রয়েল বেঙ্গল টাইগার ফিরে গেল সুন্দরবনের জঙ্গলে। সেও লোকালয়েই ছিল এতদিন। হয়তো, মিষ্টি জলের খোঁজে এসেছিল। কিংবা খাবারের সন্ধানে।
সোমবার সকাল হতেই নদী পাড়ের কাঁচা মাটিতে বাঘের পায়ের ছাপ ফুটে থাকতে দেখেন স্থানীয়রা। তবে এবার আর লোকালয়ের দিকে নয়। নদী পেরিয়ে বাঘের পায়ের ছাপ চলে গিয়েছে জঙ্গলে। বনকর্মীরাও বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার গোসাবার লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের চরঘেরি এলাকার জঙ্গল নাইলনের জাল দিয়ে ঘিরে রেখেছিলেন বনকর্মীরা। কিন্তু সেই জাল কেটেই পালিয়েছিল একটি বাঘ। শনিবার সকালেই সেই বাঘের পায়ের ছাপ দেখা গেছিল ৪ কিলোমিটার দূরে, সাতজেলিয়ার নদী চরে। সেই দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন স্থানীয়রা। বাঘ যে কোথায় ঘাপটি মেরে রয়েছে কেউ বুঝতে পারছিলেন না।
তারপর শনিবার সন্ধ্যে নাগাদ গোসাবার কুমিরমারি এলাকার একটি কলাবাগানে এক বাঘিনীর দেখা মেলে। তাকে খাঁচাবন্দি করে আনে বন দফতর। সেই নিয়েই শোরগোল চলে রবিবার অবধি।
এর মধ্যেই আবার নতুন করে বাঘের পায়ের ছাপ দেখা গেল সোমবার সকালে। পায়ের ছাপ নদী পেরিয়ে জঙ্গলের দিকে চলে গিয়েছে। সেই দেখে বনকর্মীদের ধারণা সাতজেলিয়ায় হানা দেওয়া সেই রয়াল বেঙ্গল টাইগারই এতদিনে নিজে থেকেই জঙ্গলে ফিরে গিয়েছে।