
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম প্রদীপ হালদার। বয়স তাঁর ৪৫ বছর। প্রত্যক্ষদর্শীরা বলেন, এদিন বিকেলে তিনি বাড়ির কাছে রাস্তায় বেরিয়েছিলেন। সে সময়ে আচমকা তাঁর উপর হামলা চালায় ৬-৭ জন। প্রকাশ্যেই ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে তারা। তার পরে পালিয়ে যায় সকলে।ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে আসেন ঘটনাস্থলে। ক্যানিং থানায় খবর যায়, পুলিশ বাহিনীও ছুটে আসে দ্রুত। সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। খুনিদের ধরতেও এলাকায় তল্লাশি শুরু হয়েছে।
মৃতের পরিবারের দাবি, পুরনো শত্রুতার জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। প্রকাশ্যে এই বীভৎস খুনে এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। পুরনো কোন ঘটনার জেরে এমনটা হতে পারে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।