Latest News

অন্য ছেলের সঙ্গে ছবি পোস্ট প্রেমিকার, শান্তিপুরে আত্মঘাতী প্রেমিক

দ্য ওয়াল ব্যুরো: প্রেমের সম্পর্ক ভেঙে দেওয়ায় দুঃখে প্রেমিকাকে ভিডিওকল করে আত্মঘাতী (suicide) হলেন প্রেমিক (man)। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর (Shantipur) থানার শান্তিগড় কলোনি এলাকায়। মৃত ওই যুবকের নাম সুজল সাহা (২৩)। জানা গেছে, নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই যুবক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পরিবার সূত্রের খবর, বেশ কয়েকমাস ধরে পাশের এলাকারই এক যুবতীর সঙ্গে প্রেম ছিল সুজল সাহার। সুজলের পরিবার সেসব কথা সবই জানতো। কিন্তু বেশ কিছুদিন ধরে সুজলের আশঙ্কা ছিল যে ওই যুবতী অন্য কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছে। কয়েকদিন আগে তাঁর প্রেমিকা ওই ছেলেটির সঙ্গে ঘুরতে যায় এবং সেই ছবি ফেসবুকে আপলোড করেন। সেই কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।

বৃহস্পতিবার বাড়িতে একাই ছিলেন সুজল। এরপর সন্ধেবেলায় নিজের ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। পরে তাঁর পাশের বাড়ির একজন তাঁকে ডাকতে গিয়ে দেখেন, সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় সুজলের দেহ ঝুলছে। এরপরই তিনি ওঁর পরিবারের অন্যান্যদের খবর দিলে সকলে ছুটে আসে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। সুজলের পরিবারের তরফ থেকে এ বিষয়ে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি ওই যুবকের মোবাইল নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।

জাকির বললেন অল্প টাকা নিয়ে গিয়েছে, সম্পত্তির খতিয়ানও দিলেন তৃণমূল বিধায়ক

You might also like