
দ্য ওয়াল ব্যুরো: দিনভর অভিযান চলল আসানসোলের জামুড়িয়ায়। উদ্ধার হল প্রায় ৮ কুইন্ট্যাল গাঁজা। পুলিশের জালে ধরা পড়ল চার পাচারকারী। তাঁদের থেকেও উদ্ধার হল কয়েক কোটি টাকা। দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসাররা জানিয়েছেন, ধৃত চারজনের মধ্যে একজন মহিলা। গাঁজা পাচারকারীদের একটা বড় চক্র দীর্ঘদিন ধরেই সক্রিয় হয়ে উঠেছিল জামুড়িয়ায়। ওই চক্রের চার পাণ্ডাকে ধরা হয়েছে। ধৃতদের সঙ্গে আন্তঃরাজ্য পাচারচক্রের যোগসূত্র আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।
অনেকদিন থেকেই তক্কেতক্কে ছিল পুলিশ। এদিন বেলার দিকে দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের ডিসিপি সায়ন দাসের নেতৃত্বে জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী অভিযানে নামে। জামুড়িয়ার তিন জায়গায় তল্লাশি চালিয়ে বস্তা বস্তা গাঁজা উদ্ধার হয়।
পুলিশ জানিয়েছে, আখলপুর ব্রিজ সংলগ্ন পেট্রল পাম্পে তল্লাশি চালিয়ে কয়েক বস্তা গাঁজা উদ্ধার হয়। এরপরে জামুড়িয়ার কুয়ো মোড়ের কাছে একটি বাড়িতে তল্লাশি চালান পুলিশ ও গোয়েন্দারা। সেখান থেকে গাঁজা ও নগদ টাকা উদ্ধার হয়। বিকেলের দিকে বটতলার একটি বাড়িতে আচমকাই ঢুকে পড়ে পুলিশ। ধরা পড়ে পাচারকারীরা। উদ্ধার হয় কয়েক বস্তা গাঁজা, নগদ কয়েক কোটি টাকা। দুটি গাড়িও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, পাচারচক্রের চার পাণ্ডা অনিল সিং, সনোজ সিং, বিদ্যুৎ তেওয়ারি ও এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করে বাকি অপরাধীদের খোঁজ চলছে।
ডিসিপি সায়ন দাস বলেছেন, দিনকয়েক আগে গাঁজা পাচারের সঙ্গে যুক্ত দু’জনকে পাকড়াও করা হয়েছিল। একজন পাণ্ডবেশ্বরের বাসিন্দা আসরাফুল শেখ, অন্যজন ঝাড়খণ্ডের বাসিন্দা। এই দু’জনকে লাগাতার জেরা করে এই পাচারকারীদের খোঁজ মেলে। জামুড়িয়ার কোথায় কোথায় গাঁজা লুকনো আছে সেটা জানতে পারেন গোয়েন্দারা। তারপরেই গোটা অভিযানের পরিকল্পনা সাজানো হয়। পাচারকারীরা এদিন জামুড়িয়ার ওই তিন জায়গায় লেনদেন চালাতে পারে এমন খবরও ছিল। তাই তাদের হাতেনাতে ধরার জন্যই ফাঁদ পাতে পুলিশ। বেলার দিকে আচমকাই হানা দিয়ে পাকড়াও করা হয় চারজনকে। পুলিশ জানিয়েছে, কুয়ো মোড়ের কাছ থেকে ধরা পড়েছে সনোজ সিং। বিদ্যুৎ তেওয়ারিকে গাঁজা-সহ পাকড়াও করা হয়েছে আখলপুর নতুন কলোনি থেকে। দু’টি মোটরবাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
গোয়েন্দাদের অনুমান, এই পাচারচক্রের সঙ্গে জড়িত রয়েছে আরও অনেকে। ধৃত চারজনকে জেরা করে বাকিদের খুব দ্রুত ধরে ফেলা হবে।