Latest News

কোভিডে আক্রান্ত ও সুস্থতার সংখ্যা এদিন সমান রাজ্যে, সংক্রমণ নিয়ে মৃত ৬০ জন

দ্য ওয়াল ব্যুরো: আজও চার হাজার ছুঁতে চলল বাংলার সংক্রমণ। সন্ধের বুলেটিন বলছে, এদিন ৩৯২৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে রাজ্যে। সংক্রমণ নিয়ে মারাও গেছেন ৬০ জন। তবে আশার কথা হল, সংক্রমণের সংখ্যার সমান সংখ্যক মানুষই কোভিডমুক্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। সংখ্যাটা ৩৯২৫।

এর ফলে রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লক্ষ ৬১ হাজার ৭০৩। মোট সেরে উঠেছেন ৩ লক্ষ ১৭ হাজার ৯২৮ জন। সংক্রমণ নিয়ে রাজ্যে মোট মৃত ৬৬৬৪ জন। তাঁদের মধ্যে অবশ্য ৫৬১০ জনেরই কোমর্বিডিটি ছিল। এই মুহূর্তে করোনা অ্যাকটিভ রয়েছে ৩৭ হাজার ১১১ জনের দেহে। ডিসচার্জ রেট বেড়ে হয়েছে ৮৭.৯০ শতাংশ।

মাঝে বেশ কয়েক সপ্তাহ আক্রান্ত ও সুস্থ হওয়ার মধ্যে বিস্তর ফারাক দেখা যাচ্ছিল। যত জন আক্রান্ত হচ্ছিলেন তার অনেক কম সুস্থ হচ্ছিলেন। ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল কোভিড সক্রিয় রোগীর সংখ্যা। কিন্তু গতকাল ও আজকের বুলেটিনে এই উদ্বেগ কেটে গিয়েছে।

এদিনের বুলেটিনেও কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলায় সংক্রমণ ব্যাপক। কলকাতায় আক্রান্ত হয়েছেন ৮৯১ জন এবং উত্তর ২৪ পরগনায় ৮৫৩ জন। ভাল খবর এই যে, দুই জেলাতেই ২৪ ঘণ্টায় আক্রান্তের সুস্থ হয়েছেন বেশি মানুষ। কলকাতাতে সেরে উঠেছেন ৯৯৩ জন এবং উত্তর ২৪ পরগনায় সেরে উঠেছেন ৯৯৯ জন।

এর পরেই দক্ষিণ ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৪০ জন, হাওড়ায় ২২৪ জন। তা ছাড়াও হুগলি, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, নদিয়া, দার্জিলিং ও জলপাইগুড়িতে শতাধিক করে মানুষ আক্রান্ত হয়েছেন।

এই পর্যন্ত রাজ্যে ৪৪ লক্ষ ২৫ হাজারের ওপর স্যাম্পল টেস্ট হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ৫৫৩ জনের।

You might also like