Latest News

বাংলায় অ্যাকটিভ রোগীর সংখ্যা নেমে এল ৩৪ হাজারে, ফের আক্রান্তের চেয়ে সুস্থ হলেন বেশি

দ্য ওয়াল ব্যুরো: আক্রান্তের চেয়ে সুস্থ হচ্ছেন বেশি মানুষ। গত দেড় সপ্তাহের এই ধারাবাহিকতাতেই বাংলায় কোভিড সক্রিয় রোগীর সংখ্যা নেমে এল ৩৪ হাজারের ঘরে। রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য ভবন যে বুলেটিন দিয়েছে তাতেও দেখা গিয়েছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের চেয়ে সুস্থ হয়েছেন বেশি মানুষ।

এদিনের বুলেটিন বলছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯২০ জন। সুস্থ হয়েছেন চার হাজার ৩৮৩ জন। একদিনে কোভিড নিয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ৫৯ জনের।

গতকালই বাংলার মোট সংক্রমণ চার লক্ষের গণ্ডি পার করেছিল। এদিনের বুলেটিন অনুযায়ী রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল চার লক্ষ পাঁচ হাজার ৩১৪ জন। সেরে উঠেছেন তিন লক্ষ ৬৩ হাজার ৪৫৪ জন। রাজ্যে কোভিডে মোট মৃত্যু হয়েছে সাত হাজার ২৯৪ জনের। এই মুহূর্তে রাজ্যে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩৪ হাজার ৫৬৬ জন। যা দিন দশেক আগেও ৩৭ হাজারের ঘরে ছিল।

এদিনের বুলেটিনেও শীর্ষে রয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। কলকাতায় আক্রান্ত হয়েছে ৮১৩ জন, উত্তর ২৪ পরগনায় ৭৯৬ জন। হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় দুশোর বেশি করে মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ ও দার্জিলিঙে শতাধিক করে মানুষ একদিনে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন।

You might also like