Latest News

বাংলায় ফের আক্রান্তের চেয়ে সুস্থ হলেন বেশি, ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৬ জনের

দ্য ওয়াল ব্যুরো: সোমবারও রাজ্যে আক্রান্তের চেয়ে সুস্থ হলেন বেশি মানুষ। লক্ষ্মীপুজোর দিন থেকে রোজই একই ছবি ধরা পড়ছে বাংলায়। ফলে গত দশ বারো দিনে রাজ্যে কোভিড সক্রিয় রোগীর সংখ্যা কমে এসে দাঁড়িয়েছে ৩৪ হাজারে।

সোমবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে ২৪, ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯০৭ জন। সুস্থ হয়েছেন চার হাজার ৩৯৬ জন। রাজ্যে এক দিনে মৃত্যু হয়েছে ৫৬ জনের।

রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল চার লক্ষ নহাজার ২২১ জন। মোট সেরে উঠেছেন তিন লক্ষ ৬৭ হাজার ৮৫০ জন। রাজ্যে এই মুহূর্তে কোভিড সক্রিয় রয়েছে ৩৪ হাজার ২১ জনের শরীরে। সপ্তাহ দেড়েক আগেও যা ছিল ৩৭ হাজারের কোটায়।

সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতাই। আক্রান্ত হয়েছেন ৮৬১ জন। তারপর উত্তর ২৪ পরগনা, ৮৫২ জন। তা ছাড়া নদিয়া, হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় দুশোর বেশি করে মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন।

তাত্‍পর্যপূর্ণ ভাবে মালদহের সংক্রমণ অনেকটাই কমেছে। ২৪ ঘণ্টায় নতুন সংক্রামিতের সংখ্যা মাত্র ২৯। তাছাড়া উত্তরবঙ্গের তিন জেলা কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিঙে শতাধিক করে সংক্রামিত হয়েছেন। দুই বর্ধমান এবং দুই মেদিনীপুরেও শতাধিক করে সংক্রামিত হয়েছেন গত ২৪ ঘণ্টায়।

You might also like