Latest News

৩৬১২ জন একদিনে সংক্রামিত রাজ্যে, শুধু কলকাতা ও উত্তর ২৪ পরগনা মিলেই ১৫৩১

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ অবিচল। রবিবার সন্ধেয় স্বাস্থ্য ভবনের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টাতেও এ রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩৬১২ জন। তবে দক্ষিণবঙ্গের দুটি জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনা যেন সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। কেবল এই দুই জোলা থেকেই গত একদিনে আক্রান্ত যথাক্রমে ৭৫৭ এবং ৭৭৪ জন।

রাজ্যে মোট করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৯৪ হাজার ৮০৬। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থও হয়ে উঠেছেন ৩১১০ জন, ফলে মোট সুস্থতার সংখ্যা ২ লক্ষ ৫৮ হাজার ৯৪৮। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মারাও গেছেন ৫৯ জন, ফলে কোভিড সংক্রমণ নিয়ে মোট মৃত্যুু হল এই নিয়ে ৫৬২২ জনের! যদিও এঁদের মধ্যে ৪৭৬৩ জনের কোমর্বিডিটি ছিল বলে দাবি করা হয়েছে বুলেটিনে।

এই মুহূর্তে রাজ্যে করোনার জীবাণু সক্রিয় রয়েছে ৩০ হাজার ২৩৬ জনের দেহে। রাজ্যের ডিসচার্জ রেট বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৮৪ শতাংশ। উত্তর ২৪ পরগনা আর কলকাতার পরেই এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে হাওড়ায়, ২৮২ জন। তার পরেই আছে দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি, ২০৩ এবং ১৭২ জন আক্রান্ত সেখানে।

এদিন ১৮ জন মারা গেছেন উত্তর ২৪ পরগনায়, কলকাতায় ১৬ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট করোনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ৬১১ জনের। এই নিয়ে এ রাজ্যে মোট করোনা টেস্ট হয়েছে ৩৬ লক্ষ ৯৩ হাজার ৬০০ জনের।

You might also like