Latest News

বাংলায় কোভিড সংক্রমণ নিয়ে মৃত্যু পেরোল ৮ হাজার, অর্ধেকেরও বেশি কেবল দু’জেলা মিলিয়ে

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা সাড়ে চার লক্ষ পেরিয়ে গেল। মৃত্যু পেরিয়ে গেল আট হাজার জনের! যদিও তাঁদের মধ্যে ৬৭০৭ জনেরই কোমর্বিডিটি ছিল বলে দাবি করেছে স্বাস্থ্য দফতর। কিন্তু সে যাই হোক না কেন, করোনা হওয়ার পরে সরাসরি করোনায় মারা না গেলেও অনেকেই যে প্রাণের ঝুঁকির মুখে পড়ছেন এই সংক্রমণের কারণেই, সে কথা অস্বীকার করার উপায় নেই।

শনিবার স্বাস্থ্য দফতর যে বুলেটিন দিয়েছে তাতে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩৫৯১ জন। তবে সেরে উঠেছেন তার চেয়ে বেশি, ৩৭২৬ জন। দেহে সংক্রমণ নিয়ে মারা গেছেন ৪৯ জন।

এর ফলে বাংলায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল চার লক্ষ ৫৬ হাজার ৩৬১ জন। এদিন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লক্ষ ২৩ হাজার ১২৯ জন। মোট মৃত্যু হয়েছে আট হাজার ২৫ জনের। এই মুহূর্তে রাজ্যে কোভিড সক্রিয় রোগীর সংখ্যা ২৫ হাজার ২০৭ জন। ডিসচার্জ রেট বেড়ে দাঁড়িয়েছে ৯২.৭২ শতাংশ।

এদিনও দেখা গিয়েছে রাজ্যে সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। আক্রান্ত হয়েছেন ৮৭৯ জন। তার পরেই উত্তর ২৪ পরগনা, ৮২৮ জন। হুগলি ও দক্ষিণ ২৪ পরগণায় ৩৬৮ এবং ২৫৬ জন একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।

রাজ্যে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ৬৫৩টি। এই নিয়ে রাজ্যে মোট পরীক্ষা হল ৫৫ লক্ষ ২২ হাজার ৯৬৪টি।

 

You might also like