
এদিন রাজ্যে মোট ৩১৬৫ জন করোনায় আক্রান্ত হওয়ার পরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে, ২ লক্ষ ২৮ হাজার ৩০২। এদিন সেরেও উঠেছেন ৩০১১ জন। ফলে রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা হল ১ লক্ষ ৯৮ হাজার ৯৮৩। এদিন রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ৬২ জন। এই নিয়ে রাজ্যে করোনা নিয়ে মোট মারা গেলেন ৪৪২১ জন। তাঁদের মধ্যে কোমর্বিডিটি রয়েছে ৩৭৮২ জনের।
এই মুহূর্তে রাজ্যে করোনা অ্যাকটিভ রয়েছে ২৪ হাজার ৮৯৮ জনের। রাজ্যে ডিসচার্জ রেট বেড়ে দাঁড়িয়েছে ৮৭.১৬ শতাংশ। এদিন রাজ্যে করোনা টেস্ট হয়েছে ৪৩ হাজার ৩১৩ জনের। মোট টেস্টের সংখ্যা দাঁড়াল ২৮ লক্ষ ৩৩ হাজার ৮৩১। ৭৮টি ল্যাবে চলছে পরীক্ষা, ৯২টি হাসপাতালে চলছে চিকিৎসা।