Latest News

রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩১৫৭, কলকাতায় মোট সংক্রমণ ছাড়াল ৪৫ হাজার

দ্য ওয়াল ব্যুরো: গতকাল দু’সপ্তাহেরও বেশি সময়ের পরে রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছিল বেশ খানিকটা। আজ, শনিবার আবার তা বেড়ে হল ৫৭। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১৫৭ জন। স্বাস্থ্য ভবনের বুলেটিন একথাই প্রকাশ করল আজ সন্ধেয়। সেই সঙ্গে জানা গেছে, ৩০১৬ জন সেরেও উঠেছেন একদিনে।

এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৯৬ হাজার ৩৩২। মোট সেরে উঠেছেন ১ লক্ষ ৬৯ হাজার ৪৩ জন। মোট মৃত্যু ৩৮২৮ জনের। এই মুহূর্তে রাজ্যে করোনা অ্যাকটিভ রয়েছে ২৩ হাজার ৪৬১ জনের দেহে। রাজ্যের ডিসচার্জ রেট ৮৬.১০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা টেস্ট হয়েছে ৪৫ হাজার ৩২৬টি। এই নিয়ে মোট টেস্ট হল ২৩ লক্ষ ৭৫ হাজার ৬০৯। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় ২৬ হাজার ৩৯৬ জনের পরীক্ষা হচ্ছে। ৭৪টি ল্যাবে চলছে পরীক্ষা, ৯২টি হাসপাতালে চলছে করোনার চিকিৎসা।

জেলাওয়াড়ি সংক্রমণের নিরিখে এদিন আবার সব জেলাকে ছাপিয়ে গেছে কলকাতা। পরপর কয়েক দিন করোনার হটবেড থাকার পরে আজ দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই দুই জেলায় নতুন সংক্রমণের সংখ্যা যথাক্রমে ৫৪৩ এবং ৫৩২। তার পরেই আছে দক্ষিণ ২৪ পরগনা, ১৮৮ জন আক্রান্ত সেখানে।

এর ফলে কলকাতায় মোট সংক্রমণ দাঁড়াল ৪৫ হাজার ৫৫০। এদিন শহরে মারা গেছেন ১৬ জন। ফলে মোট মৃত্যু দাঁড়াল ১৪৪৯। উত্তর ২৪ পরগনায় মারা গেছেন ৮ জন, মোট মৃত্যু সে জেলায় ৮৬০।

You might also like