
এদিনের বুলেটিন বলছে, এদিন রাজ্যে সেরেও উঠেছেন ২৯২৩ জন। ফলে রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ১৯ হাজার ৮৪৪ জন। এই মুহূর্তে করোনার জীবাণু সক্রিয় রয়েছে ২৫ হাজার ৮৮৯ জনের দেহে। সবমিলিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫০ হাজার ৫৮০। ডিসচার্জ রেট বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৭৩ শতাংশ।
উত্তর ২৪ পরগনায় এদিন সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ ধরা পড়েছে আবারও। ৬৫৮ জন সংক্রামিত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। মারা গিয়েছেন ৮ জন। শহর কলকাতায় কোভিড সংক্রমণ নিয়ে মৃতের সংখ্যা এদিন ১৫। গত ২৪ ঘণ্টায় শহরে সংক্রামিত হয়েছেন ৬১৮ জন।
এর পরেই আছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এই চার জেলায় এক দিনে সংক্রমণের সংখ্যা ২৩৪, ১৮৫, ১২৪, ১২৩।
শহর কলকাতায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ৪৯। তার মধ্যে অবশ্য ৪৮ হাজার ২৯০ জনই সেরে উঠেছেন। মোট মৃতের সংখ্যা ১৬৮৪।
রাজ্যে এদিন কোভিড টেস্ট হয়েছে ৪১ হাজার ২৮১ জনের। এই নিয়ে মোট টেস্টের সংখ্যা দাঁড়াল ৩১ লক্ষ ৩৯ হাজার ৯৩৮। ৮০টি ল্যাবে হচ্ছে পরীক্ষা, ৯২টি হাসপাতালে হচ্ছে চিকিৎসা।