Latest News

রাজ্যে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, এই নিয়ে পরপর তিনদিন ছাড়াল ৩ হাজার, ডিসচার্জ রেটও বেড়ে ৮৫.৪০%

দ্য ওয়াল ব্যুরো: ফের পরপর তিন দিন নতুন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার ছাড়াল এ রাজ্যে। সোমবার সন্ধেয় স্বাস্থ্য ভবনের তরফে প্রকাশিত বুলেটিন বলছে, ৩০৭৭ জন রোগী করোনায় সংক্রামিত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ৫৮ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সুস্থও হয়ে উঠেছেন ৩০২১ জন। এর ফলে রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৫৭ হাজার ২৯ জন।

এর ফলে রাজ্যে মোট করোনা সংক্রামিত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৮৩ হাজার ৮৬৫। করোনা নিয়ে মোট মারা গেছেন ৩৬২০ জন। যদিও তাঁদের মধ্যে ৩১২৫ জনের শরীরে কোমর্বিডিটি ছিল বলে জানিয়েছে বুলেটিন। এই মুহূর্তে রাজ্যে করোনা অ্যাকটিভ রয়েছে ২৩ হাজার ২১৬ জনের দেহে। ডিসচার্জ রেট দাঁড়িয়েছে ৮৫.৪০ শতাংশ।

এদিন ৪২ হাজার ২১৬টি টেস্ট হয়েছে বলেও জানিয়েছে বুলেটিন। এর ফলে রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়াল ২২ লক্ষ ৯০৬। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় ২৪ হাজার ৪৫৫ জনের টেস্ট হচ্ছে রাজ্যে। ৭২টি ল্যাবে চলছে পরীক্ষা, ৯১টি হাসপাতালে চলছে চিকিৎসা।

জেলাওয়াড়ি সংক্রমণের নিরিখে আজও এগিয়ে আছে উত্তর ২৪ পরগনা। এ জেলা থেকে মোট ৫৭৬ জন করোনা সংক্রামিত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। তার পরেই কলকাতায় আক্রান্ত ৪৫৮ জন। এর পরে আছে হুগলি, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর। এই তিন জেলায় এক দিনে আক্রান্ত ২৭১, ২১৯, ২০৪। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিঙে একদিনে আক্রান্ত ১১০ জন।

এদিন করোনা সংক্রমণ নিয়ে ১৬ জন মারা গেছেন শহর কলকাতায়। উত্তর ২৪ পরগনায় মারা গেছেন ১৩ জন। ৮ জন মারা গেছেন হাওড়ায়, ৬ জন হুগলিতে।

You might also like