
দ্য ওয়াল ব্যুরো: বিরল প্রজাতির তিনটে পেঁচার ছানা উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন ক্যানিংয়ের হাটপুকুরিয়ার বাসিন্দা এক গ্রামবাসী। কিন্তু পেঁচাগুলো পেলেন কোথায় তিনি!
জানা যায়, সোহরাব ঘরামি নামের এক ব্যক্তি শুক্রবার বিকেলে চিলেকোঠা পরিষ্কার করছিলেন। তখনই তাঁর হঠাৎ নজরে পড়ে তিনটে ছোট্ট পেঁচা। দেখে মুগ্ধ হন তিনি। পরে জানতে পারেন সেগুলো বিরল প্রজাতি। পাড়ার এক পরিবেশপ্রেমী সিরাজ ঘরামিকে খবর দিলে তিনি এসে পেঁচাদের সযত্নে আগলে রাখেন। তারপর বন দফতরে খবর দেন।
সিরাজ বলেন, “আমার দাদার চিলেকোঠা পরিষ্কার করতে গিয়ে তিনটি লক্ষ্মীপেঁচা ধরা পড়ে। কবে থেকে বাসা বেঁধে ওরা ছিল, জানি না। আমরা পেঁচাগুলো নিয়ে বন দফতরে খবর দিই। ওরা যাতে সুস্থ থাকে, সে জন্য দায়িত্ব নিয়ে পৌঁছে দিয়েছি রেঞ্জার অফিসে।”
দেখুন ভিডিও।
এদিকে পেঁচা দেখতে ভিড় জমে ক্যানিংয়ের হাটপুকুরিয়া গ্রামে। যথা সময় সিরাজ পেঁচার ছানা তিনটিকে বন দফতরের হাতে তুলে দেন। বন দফতর সুত্রের খবর পেঁচা তিনটি একটু বড় হলেই তাদের উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে।