
ঘটনার পর প্রচণ্ড আওয়াজ শুনতে পেয়েই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিকভাবে তাঁরাই উদ্ধারকাজে নেমে পড়েন। কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানান, গাছে ধাক্কা লাগার পর গাড়ি থেকে সওয়ারিদের বের করা যাচ্ছিল না। তিনজনের দেহ ভেতরেই দলা পাকিয়ে ছিল। গুরুতর জখম অন্য দুই যাত্রীকে কোনওক্রমে উদ্ধার করে তড়ঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এখনও তাঁদের চিকিৎসা চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁচজনের ওই দল গাড়ি ভাড়া করে ইসলামপুর আসে। তাদের কাজ শেষ করতে করতে রাত হয়ে যায়। তখনই তাঁরা রায়গঞ্জ ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। রাত হয়ে গেলেও রওনা দিয়ে দেন।
চলতি লকডাউনের জেরে রাস্তায় খুব বেশি গাড়ি ছিল না। ফাঁকা হাইওয়ে। তাই চালক প্রবল গতিতে গাড়ি চালাচ্ছিলেন। শিলিগুড়ি-রায়গঞ্জ জাতীয় সড়কে পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়ির কাছে এসে তিনি সামনের গাড়িকে ওভারটেক করতে যান৷ তখনই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছে ধাক্কা মারেন।
যদিও গোটা ঘটনার বিস্তারিত তথ্য এখনও পুলিশের হাতে আসেনি। আহত ব্যক্তিরা সুস্থ হয়ে উঠলে এ বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে। মৃতদের বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে।
দিনকয়েক আগেই উত্তর দিনাজপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বিজেপি নেতা তথা প্রাক্তন কাউন্সিলর অয়ন চন্দ্র-সহ তিন জনের । চোপড়া ও ইসলামপুরের মধ্যবর্তী ভীমডাঙি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বিজেপি নেতাদের গাড়িটি । ঘটনার তীব্রতায় দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও দুর্ঘটনা ঘটল উত্তর দিনাজপুরে ।