
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান : বিকট শব্দে ফের কেঁপে উঠল জামুড়িয়া। পরের পর ফাটল ধরল একাধিক বাড়িতে। গোটা এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে প্রবল আতঙ্ক।
এমন অভিজ্ঞতা অবশ্য জামুড়িয়াবাসীর কাছে নতুন নয়। প্রায়ই খনি এলাকায় কয়লার খোঁজে বিস্ফোরণ ঘটানো হয়। আর তারই জেরে তোলপাড় হয় গোটা এলাকায়। আজ সকালেও বিকট শব্দে কেঁপে ওঠে জামুড়িয়ার ৫ নং ওয়ার্ডের এবিপিট এলাকা। ভয়ে আতঙ্কে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন মানুষ। শুরু হয়ে যায় ছোটাছুটি। ফাটল ধরতে থাকে একের পর এক বাড়িতে। প্রায় ২০টি বাড়ির ফাটল অত্যন্ত বিপজ্জনক বলে জানা গেছে। ভেঙে পড়তে পারে বাড়ি এমন আশঙ্কায় ঘরে ঢুকতে ভয় পাচ্ছেন অনেকেই।
আগেও অনেকবার এমন ঘটনার সাক্ষী হয়েছেন জামুড়িয়ার মানুষ। তবে এ বারের বিস্ফোরণের তীব্রতা অনেক বেশি বলে জানিয়েছেন তাঁরা। স্থানীয় মানুষজন জানান, দীর্ঘদিন আগে ওই এলাকায় ইসিএল-এর কয়লা খনির খননের কাজ চলতো। এখন অবৈধ কয়লা খনিতে কয়লা উত্তোলনের জন্য নিয়মিত বিস্ফোরণ ঘটানো হয়। আজও তেমনই হয়েছে। পুলিশের কোনও হেলদোল বলেই তাঁদের অভিযোগ।
পুলিশের স্থানীয় আধিকারিকরা অবশ্য বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হননি।