
টিএমসিপি-এবিভিপি সংঘর্ষে উত্তাল হল বাঁকুড়ার কলেজ
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া : ছাত্র সংসদ দখলকে কেন্দ্র করে টিএমসিপি ও এবিভিপির সদস্যদের সংঘর্ষে বৃহস্পতিবার দুপুরে তুমুল উত্তেজনা ছড়ালো সারেঙ্গার পিরলগাড়ি পণ্ডিত রঘুনাথ মুর্ম্মু মহাবিদ্যালয়ে। সংঘর্ষে দুই পক্ষের প্রায় ২২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের।
এ দিন কলেজে প্রথমবর্ষের ছাত্রদের ভেরিফিকেশন ছিল। দুপুরের দিকে আচমকাই তেতে ওঠে কলেজ চত্বর। লাঠি-রড নিয়ে একে অন্যের দিকে তেড়ে যায়। শুরু হয় তুমুল সংঘর্ষ। ইট পড়তে থাকে বৃষ্টির মতো। খবর পেয়ে ছুটে আসে পুলিশ।
এবিভিপির দাবি, তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা মিছিল করে এসে কলেজের ভিতরে থাকা তাদের সদস্যদের উপর আক্রমণ চালায়। মারধরে তাদের এক কর্মী গুরুতর জখম হয়েছেন। এবিভিপির নেতা সুনীল রুদ্র মণ্ডল বলেন, “আজ প্রথমবর্ষের ছাত্রদের ভেরিফিকেশন ছিল। আমাদের সদস্য ছাত্ররা তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তখনই বহিরাগতদের নিয়ে এসে আমাদের উপর হামলা চালায় টিএমসিপি।”
তৃণমূল ছাত্র পরিষদ, এবিভিপির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, ওই কলেজের ছাত্র সংসদ এখনও তাদেরই দখলে। ‘বহিরাগত‘দের নিয়ে এসে এবিভিপি কলেজে অশান্তি পাকানোর চেষ্টা করছে। টিএমসিপির পতাকা খুলে নিজেদের পতাকা টাঙানোর চেষ্টা করছে। এ দিন এবিভিপির হামলায় জখম হয়ে টিএমসিপির বেশ কয়েকজন সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। টিএমসিপির জেলা সভাপতি চুমকি বন্দ্যোপাধ্যায় বলেন, ওই কলেজে আমাদেরই ছাত্র সংগঠন। কাজেই বহিরাগতদের নিয়ে এসে হামলার কোনও প্রশ্নই নেই। মিথ্যে অভিযোগ করছে এবিভিপি।
দু দলের সংঘর্ষে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজ চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।