Latest News

বাড়ির জন্য নেওয়া কাটমানি ফেরত চেয়ে তৃণমূল নেতাকে ঘিরে বাসিন্দাদের বিক্ষোভ

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: কাটমানি বিক্ষোভ এ বার বহরমপুরে। কাটমানি ফেরতের দাবিতে, আজ সকালে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বাড়িতে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। তবে ওই গ্রাম পঞ্চায়েত সদস্য জানিয়ে দিয়েছেন কাটমানি তিনি নেননি। তাই ফেরতেরও কোনও প্রশ্ন নেই।

মঙ্গলবার সকালে বহরমপুর ব্লকের ভাকুড়ি ১ নং গ্রামপঞ্চায়েতের তৃণমূল সদস্য বাচ্চু সাউয়ের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করে ওই পঞ্চায়েতের তালবাগানপাড়ার বাসিন্দারা। তাদের অভিযোগ, ওই পঞ্চায়েত সদস্য এলাকায় গরীব মানুষদের কাছ থেকে বিভিন্ন প্রকল্পের বাড়ি পাইয়ে দেওয়ার জন্য কাটমানি নিয়েছে। এবং কাটমানি দেওয়ার পরেও অনেকে বাড়ি তৈরির টাকা পাননি।

এলাকার বাসিন্দারা জানান, বাড়ি পাওয়ার জন্য ওই পঞ্চায়েত সদস্যকে এক বছর আগে থেকে অগ্রিম ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত দিতে হয়। প্রায় ৪০টি পরিবারের কাছ থেকে তিনি কাটমানির টাকা খেয়েছেন। সেই সব টাকা তাদের ফেরত দিতে হবে। কিছুক্ষণ বিক্ষোভ চলার পরা তাঁরা জানান, টাকা ফেরত না দিলে তৃণমুল জেলা সভাপতি আবু তাহের খানের কাছে অভিযোগ জানাবেন।

তবে ওই তৃণমূল নেতা দাবি করতে থাকেন, বাড়ি পাইয়ে দেওয়ার জন্য কারও কাছ থেকে কোনও কাটমানি খাননি তিনি। তাই টাকা ফেরত দেওয়ার কোন প্রশ্নই আসে না। তিনি বলেন, “আমি সাধ্যমতো মানুষের কাজ করেছি। মানুষের উপকারে আসার চেষ্টা করেছি। মানুষ ঘর পাক, আমি চাইছি। কারও থেকে কোনও টাকা আমি নেইনি।”

 

You might also like