
চোখ রাঙাচ্ছে ডেঙ্গি! রাজ্যে একদিনে পাঁচ বছরের শিশু-সহ মৃত্যু ২ জনের
দ্য ওয়াল ব্যুরো: পুজোর মুখে ভয় ধরাচ্ছে ডেঙ্গি। রোজ হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বাড়ছে (Dengue Death)। সোমবার রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু হল দু’জনের। তাঁদের মধ্যে একজনের বয়স পাঁচ বছর।
জানা গেছে, সোমবার রাজ্যে (West Bengal) ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই জনের। সল্টলেকের বাসিন্দা বছর পাঁচেকের এক শিশু ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি ছিল বিসি রায় শিশু হাসপাতালে। সেখানেই এদিন মৃত্যু হয় তার। হাসপাতাল সূত্রে খবর, শক সিনড্রোম নিয়ে গতকাল সেখানে ভর্তি হয়েছিল শিশুটি।
অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বাসিন্দাও ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা গেলেন। সোনারপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বছর ২৬-এর ওই মহিলা। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তিনিও ডেঙ্গির উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। এদিন দুপুরে মৃত্যু হয় তাঁর।
দু’জনেই শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি আইসিইউতে স্থানান্তরিত করা হয়। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। সামনেই পুজো। করোনার প্রভাব কমায় এবার মানুষ মেতে উঠেছেন উৎসবে। কিন্তু তার মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গি।
পুজোয় কলকাতায় ফিরছে বিলাসবহুল দোতলা বাস, টিকিট মাত্র ৫০ টাকা!