
জানা গেছে, দু’জনেই পড়াশোনা করছিলেন। ২৩ বছরের রিয়া বিশ্বাস বগুলা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন, ১৯ বছরের পপিতা বিশ্বাস উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন এ বছর। গতকাল পপিতারই বাড়ির ভিতরে একই দড়িতে ঘরের বাঁশের মধ্যে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দু’জনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রিয়ার পরিবার ও পুলিশ সূত্রের খবর, দু’জনেই মৃত্যুর আগে সুইসাইড নোট লিখে রেখে গিয়েছেন। রিয়া চার পাতার সুইসাইড নোটে তাঁর জীবনের নানা কথা লিখে গিয়েছেন। জানিয়েছেন, বহুবার বহু ঘটনায় মন ভেঙে গিয়েছে তাঁর। চিঠির শেষ বাক্যে তিনি লিখেছেন জীবন থেকে তিনি অতিষ্ঠ, তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
পপিতার পরিবারের দাবি, পপিতাও সুইসাইড নোটে মৃত্যুর কারণ লিখেছেন। পরিবারের আর্থিক অনটনের কথা উল্লেখ করে গেছেন তিনি। জানিয়েছেন, হতাশ হয়ে পড়েছিলেন জীবন নিয়ে। একই এলাকার দুই তরুণী ছাত্রীর এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ইতিমধ্যেই হাঁসখালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। আত্মহত্যা বলে অনুমান করলেও এবং সুইসাইড নোট মিললেও, মৃত্যুর অন্য কোনও কারণ আছে কিনা, কোনও রহস্য আছে কিনা, সবই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।