
তবে মৎস্যজীবীরা দেখেই চেনেন তা। হেসে উঠলেন সকলেই, এটা তো শংকর মাছেরই এক প্রজাতি, যাকে স্থানীয়রা বলেন ছাতা মুরুলি মাছ! পাড়ে তুলে ওজন করতেই দেখা গেল ১৬০ কিলো! বাপ রে! তারপর সকাল সকাল সেই বিশাল ছাতা মাছকে নিয়ে শোরগোল পড়ে গেল সাগর ব্লকের মহিষমারি ঘাটে।
জানা যায়, শান্তনু দাস নামে এক মৎস্যজীবীর জালেই ওঠে সেই মাছ! এদিন তিন সঙ্গীকে নিয়ে ট্রলারে হুগলি নদীতে মাছ ধরতে গেছিলেন তিনি। এর পরই সেই কাণ্ড।
মাছটিকে কোনওমতে নৌকায় করে নিয়ে সাগরের মহিষামারী হাতি পিটিয়া ঘাটে এসে পৌঁছন তাঁরা। তারপর ওজন করে মাছটিকে নিয়ে যাওয়া হয় গঙ্গাসাগর মাছের আড়তে। জানা যায়, কলকাতার এক পাইকারি ব্যবসায়ী সেই ছাতা মাছ কিনে নেন। দর উঠেছিল ২৩ হাজার টাকা!