
শ্রীপুর-২ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে কাজ না করে ১৫ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। গ্রামের কবরস্থান সংস্কার থেকে শুরু করে রাস্তাঘাটের সারাই, কাজ না করে বোর্ড লাগিয়ে দেওয়ার একাধিক অভিযোগ আছে পঞ্চায়েতের বিরুদ্ধে। এইভাবেই পঞ্চায়েত প্রধান কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে গ্রামবাসীদের একাংশের অভিযোগ।
বিরোধীদের দাবি, পঞ্চায়েত প্রধান সেরিনা বিবি ছেলে ওয়াসিম আকরামকে ঠিকাদার বানিয়ে তাকেই পঞ্চায়েতের সব কাজের বরাত দেন। আর এইভাবেই কাজ না করে তারা বিপুল পরিমাণ টাকা তছরুপ করেছে। বিষয়টি নিয়ে প্রথমে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েও তারা বিশেষ আমল দেয়নি। তাই বাধ্য হয়ে ৩ জন গ্রামবাসী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন।
অভিযুক্ত পঞ্চায়েত প্রধান তৃণমূলের সদস্য। যদিও এই ঘটনার দায় নিতে রাজি নয় শাসক দল। উল্টে তাদের দাবি এখনও তদন্ত চলছে, তাই নিশ্চিত করে কিছু বলা যাবে না। তবে তদন্তে দুর্নীতি প্রমাণ হলে তার দায় একান্তই পঞ্চায়েত প্রধানের বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি।
ক্যাগ এখনও তাদের তদন্ত রিপোর্ট জমা দেয়নি। যদিও শ্রীপুর-২ পঞ্চায়েতের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে বিপুল পরিমাণ আর্থিক তছরূপের হদিস পেয়েছেন তদন্তকারীরা। এখন ক্যাগ কী জানায় সেই দিকেই অধীর আগ্রহে তাকিয়ে আছেন গ্রামবাসীরা।