Latest News

কলের জল নিয়ে বচসার জেরে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে বেধড়ক মার

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা : কলের জল নেওয়াকে ঘিরে গণ্ডগোলের জেরে বেধড়ক মারধর করা হল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রেবেকা খাতুন নামে ১৯ বছরের ওই ছাত্রীর বাড়ি উস্তি থানা এলাকার হটুগঞ্জের পাইকপাড়ায়। গত শুক্রবার পাড়ার কলে জল নেওয়ার সময় তাঁর সঙ্গে এক প্রতিবেশীর বিবাদ বাধে। সেদিনের মতো মিটেও যায়। কিন্তু মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার আগে পাড়ার পুকুরে স্নান করতে গেলে তাঁকে একা পেয়ে বেধড়ক মারধর করে ওই পড়শি।

গুরুত্বর আহত অবস্থায় পাড়ার লোকজন তাঁকে উস্তির বানেশ্বরপুর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে পাঠানো হয় রেবেকাকে। এখন জেলা হাসপাতালেই চিকিৎসাধীন রেবেকা। তাঁর বাবা নুরুল ইসলাম বলেন, “মেয়েটার স্কুলে উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছে। স্কুলে যাওয়ার আগে আজ এই কাণ্ড হল। পরীক্ষাটাই আর দেওয়া হল না ওর।”

উস্তি থানায় অভিযোগ জানাতে গেলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন নুরুল ইসলাম।

You might also like