Latest News

বাংলা ও অসমের চা শ্রমিকদের কল্যাণে বরাদ্দ হল ১ হাজার কোটি টাকা

দ্য ওয়াল ব্যুরো: ক’দিন আগে উত্তরবঙ্গে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, চা শিল্পের জন্য কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার কী করেছে? চা শ্রমিকদের কল্যাণেও কিছু করেছে কি!

সে প্রশ্ন খুব বেশি দূর অনুরণিত হতে দিল না কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার। সোমবার লোকসভায় যে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তাতে পশ্চিমবঙ্গ ও অসমের চা শ্রমিকদের কল্যাণে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হল।

নির্মলা বলেন, বিশেষ করে মহিলা চা শ্রমিক ও সন্তানদের কল্যাণের জন্যই এই টাকা খরচ করা হবে।

উত্তরবঙ্গ ও অসমের চা শ্রমিকদের দুর্দশা নতুন নয়। দীর্ঘ দিন ধরেই তাদের আর্থ সামাজিক উন্নয়ন হয়নি। জীবনযাত্রার মান, মজুর কিছুই বাড়েনি তেমন ভাবে। নির্মলা এদিন বলেন, বাজেটে টাকা বরাদ্দ করা হল। এ বার একটি প্রকল্প তৈরি করবে কেন্দ্রের সরকার। তার মাধ্যমে চা শ্রমিকদের কল্যাণে পদক্ষেপ করা হবে।

উত্তরবঙ্গ ও অসমের চা শ্রমিকদের জন্য কেন্দ্রীয় বাজেটে এর আগে কখনও এক লপ্তে এত টাকা বরাদ্দ হয়নি। তবে এখন দেখার কতদিন এই বাজেট বরাদ্দ খরচ করে চা শ্রমিকদের প্রকৃত উন্নয়ন হয়।

You might also like