
দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: দিনের আলোয় রাস্তার উপর টাঙ্গি দিয়ে কুপিয়ে খুন করা হল এক বিজেপি কর্মীকে। ঘটনার পরেই শাসকদলের কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপির কর্মীদের সংঘর্ষ শুরু হয়। এই সময় যুবমোর্চার নেতা লক্ষ্য করে অ্যাসিড হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় তেতে উঠেছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর।
পুলিশসূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলা সাড়ে বারোটা নাগাদ মেয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন চরচিতা গ্রাম পঞ্চায়েতের ধামাল গ্রামের বাসিন্দা রামপদ বেরা (৫০)। তিনি এলাকার বিজেপি কর্মী বলে পরিচিত। অভিযোগ, বাড়ির কাছাকাছি আসতেই তার উপর টাঙ্গি নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। এরপর রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে রেখে চম্পট দেয় তারা। আশেপাশের লোকজন ছুটে এসে হাসপাতালে নিয়ে যান রামপদবাবুকে। তপসিয়া গ্রামীণ হাসপাতালের ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি নেতৃত্ব।
খুনের ঘটনায় দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে গোপীবল্লভপুর ২ ব্লকের চরচিতা গ্রামপঞ্চায়েতের ভামাল গ্রাম । তুমুল সংঘর্ষ বাধে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে । বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতি রাজীব বেরার গায়ে অ্যাসিড ছোঁড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । গোলমাল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী । অভিযোগ , গ্রামে পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও বিজেপির লোকেরা ওই এলাকার তৃণমূলের সক্রিয় কর্মী ও বুথ সভাপতি সুষেন কারককে বেধড়ক মারধর করে । সুষেন কারক এখন মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন ।
গত কয়েকদিন ধরেই এলাকায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষ লেগেই ছিল । পঞ্চায়েত ভোটের সময় থেকেই এলাকায় বিজেপি ও তৃণমূলের সংঘর্ষ শুরু হয় । ভোটের ফল প্রকাশের পর অশান্তি বাড়তে থাকে। চরচিতা গ্রামপঞ্চায়েতের মোট আটটি আসনের মধ্যে পাঁচটি তৃণমূল ও তিনটি বিজেপি দখল করে । বোর্ড গঠন করে তৃণমূল ।
বিজেপির ঝাড়গ্রাম জেলা সাধারণ সম্পাদক অবনী ঘোষ বলেন , তৃণমূল পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে । এলাকায় তারা ক্রমেই জনসমর্থন হারাচ্ছে । আমাদের সংগঠন বাড়ছে । সেই কারণেই আমাদের কর্মীকে খুন করা হয়েছে ।
তৃণমূলের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক সভাপতি কালীপদ সুর অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, এটা কোন রাজনৈতিক খুন নয়। দুটি পরিবারের মধ্যে ঝগড়াঝাঁটি হয়েছিল। তার জেরেই এই দুঃখজনক ঘটনা ঘটে যায় । গ্রাম্য বিবাদের ঘটনায় রাজনীতির রং লাগিয়ে বিজেপি ফয়দা তোলার চেষ্টা করছে ।
ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর বলেন , দুপক্ষের গোলমালে এক জনের মৃত্যু হয়েছে । ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে । এখনও পর্যন্ত একজন গ্রেফতার হয়েছে ।