
পুলিশের জালে মুকুল ঘনিষ্ঠ
দ্য ওয়াল ব্যুরো: বিস্ফোরক রাখার মামলায় ধরা পড়লেন বিজেপি নেতা মুকুল রায়ের ঘনিষ্ঠ ব্যক্তি। তাঁর নাম সুবোধ অধিকারী। বুধবার রাতে ভিআইপি রোডের এক রেস্তোরাঁ থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে।
কিছুদিন আগে হালিশহরে জেটিয়াবাজার এলাকায় সুবোধের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ বোমার মশলা উদ্ধার হয়। তার পর থেকেই তাঁকে খোঁজা হচ্ছিল। পুলিশ জানিয়েছে, তাঁর নামে আগেও নানা অপরাধমূলক কাজকর্মের অভিযোগ আছে। বৃহস্পতিবারই তাঁকে আদালতে তোলা হচ্ছে ।