Latest News

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও ট্যাব মেলেনি, কোচবিহারের স্কুলে বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: ট্যাব ও মোবাইলের টাকা না পেয়ে স্কুলে এসে বিক্ষোভ দেখাল ছাত্র-ছাত্রী ও তাঁদের অভিভাবকরা। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় কোচবিহারের মনীন্দ্রনাথ হাইস্কুলে।

করোনা আবহে সব স্কুল-কলেজেই চলছে অনলাইন ক্লাস। স্মার্ট ফোন বা ট্যাব না থাকায় অনেকেই অনলাইন ক্লাসে যোগ দিতে পারছেন না। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ক্লাস টুয়েলভের ছাত্র-ছাত্রীদের ট্যাব ও মোবাইল ফোন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই টাকার জন্য ছাত্র-ছাত্রীরা স্কুল কর্তৃপক্ষের কাছে নথিপত্র জমা দেন। তারপরেই টাকা পৌঁছে যাচ্ছিল সংশ্লিষ্ট ছাত্র বা ছাত্রীর ব্যাঙ্ক আ্যাকাউন্টে।

অভিযোগ, ওই স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে কয়েকজন পেলেও বেশকিছু ছাত্র-ছাত্রী বাদ পড়ে যায়। মঙ্গলবার বাদপড়া ছাত্র-ছাত্রীরা প্রধান শিক্ষকের ঘরের সামনে বিক্ষোভ শুরু করে। ওই ছাত্র-ছাত্রীদের সঙ্গে সামিল হন তাদের অভিভাবকেরাও।

স্কুলের এক ছাত্র রূপক দে বলে, “দেড় মাস থেকে ঘুরছি। বারবার প্রধান শিক্ষককে এ বিষয়ে জানিয়েছি। অথচ টাকা মেলেনি। ট্যাবও কিনতে পারিনি। ক্লাস করতে অসুবিধা হচ্ছে।”

স্কুলের প্রধান শিক্ষক প্রফুল্ল মজুমদার বলেন, “ঘটনাটি সত্য। ওরা অনেকবার আমার কাছে এসেছে। আমার কাছে যে নথি জমা পড়েছে সে নথি আমি পাঠিয়ে দিয়েছি। সেই হিসেবও ছাত্র-ছাত্রীরা পেয়ে গেছে। আর যারা পায়নি তাদেরকে বলেছি নথি জমা দিতে। তারা জমা দেওয়ার পর আমি তাদের নথিও পাঠিয়ে দিয়েছি। এই কাজটি শিক্ষা দফতরের মাধ্যমে হচ্ছে। তাদের উপর ভরসা রাখতে হবে।”

You might also like