
পূর্ব বর্ধমানের নানা এলাকায় সরকারি সহায়কমূল্যে ধান কেনা চলছে। বিল্বগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নথিভুক্ত রয়েছে ৩৫২ জন চাষির নাম। তাঁদের মধ্যে মাত্র কুড়িজনের ধান কেনা হবে এই ঘোষণায় ক্ষুদ্ধ চাষিরা। তাদের অভিযোগ ; কৃষকদের ধান কেনা নিয়ে নানা অনিয়ম করছে সমবায় সমিতি। ধান বিক্রি করতে এসে বারবার ফিরে যেতে হচ্ছে চাষিদের। এই অভিযোগ তুলে এ দিন সমবায় সমিতির দফতরে তালা লাগিয়ে দিলেন ক্ষুব্ধ চাষিরা। সমবায় সমিতির আধিকারিকদের দীর্ঘক্ষণ তালাবন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
বিল্লগ্রাম এস কে ইউএস সমবায় সমিতিতে মঙ্গলবার সহায়ক মূল্যে ধান বিক্রি করতে আসেন এলাকার বহু কৃষক। এসে জানতে পারেন মাত্র কুড়ি জন কৃষকের ধান নেওয়া হবে। কোন কুড়ি জন কৃষকের ধান কেনা হবে তার তালিকা না থাকায় অনিয়ম ও দুর্নীতির গন্ধ পান কৃষকরা। তার পরেই তাঁরা সমবায় সমিতির ম্যানেজার পলাশ ভট্টাচার্ষকে ঘরে বন্ধ করে তালা দিয়ে দেয় দেন। এলাকায় তুমুল উত্তেজনা দেখা দেয়। এলাকার বাসিন্দা তরুণ ঘোষ বলেন, ‘‘ভোট ঘোষণা হয়ে গেলে ধান কেনা নিয়ে সমস্যা আরও বাড়বে। তাই এখনই প্রতিকার করতে হবে।’’ আরেক চাষি সিদ্ধেশ্বর হালদার বলেন, ‘‘আজ কোনও সুরাহা না হলে কালও আন্দোলন চলবে।’’
চাষিদের বোঝাতে এলাকায় যান আউশগ্রাম ১ নম্বর ব্লকের বিডিও অরিন্দম মুখার্জি। এলাকায় গিয়ে ক্ষুদ্ধ চাষিদের সঙ্গে কথা বলেন। তাঁর আশ্বাসে শেষ পর্যন্ত চাষিরা সমবায় অফিসের তালা খুলে দেন। বিডিও বলেন, ‘‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যাতে সব চাষিই ধান বিক্রির সুযোগ পান তার ব্যবস্থা করা হচ্ছে।’’