Latest News

বিজেপি প্রার্থীকে গুলি মালদহে, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সন্ধ্যায় মালদহ বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহাকে গুলি করল দুষ্কৃতীরা। তাঁর গলায় গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে মালদহের ঝন্টুর মোড় এলাকায় বিজেপির একটি সভা ছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রার্থী গোপালচন্দ্র সাহা। সভা শেষ করে পাশেই একটি নির্বাচনী কার্যালয়ে কর্মীদের সঙ্গে টিফিন খাচ্ছিলেন বিজেপি প্রার্থী। তখনই কেউ বা কারা এসে গুলি চালায় প্রার্থীকে লক্ষ্য করে। সঙ্গেসঙ্গে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।

রক্তাক্ত বিজেপি প্রার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় কর্মীরা। ডাক্তারদের আশঙ্কা প্রার্থীর গলায় গুলি আটকে রয়েছে। তাঁর অস্ত্রোপচার শুরু হয়েছে বলে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মালদহে এখনও ভোট বাকি রয়েছে। এখনও পর্যন্ত পাঁচ দফার ভোটে নির্বিঘ্নে কোনও দফাই হয়নি। ভোটের দিন প্রার্থীদের উপর হামলার ঘটনাও ঘটেছে। এবার ভোটের আগেই মালদহে গুলিবিদ্ধ হলেন বিজেপি প্রার্থী।

You might also like