Latest News

সারা রাত ঠাকুর দেখায় ছাড় দিল নবান্ন, রাতের কড়াকড়ি থাকছে না

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে করোনা বিধিনিষেধের (Covid Restriction) মেয়াদ আরও একমাস বাড়াল নবান্ন (Nabanna)। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে ৩০ অক্টোবর পর্যন্ত করোনা বিধিনিষেধ জারি থাকবে। তবে ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর লক্ষ্মী পুজোর দিন অবধি রাত ১১টা থেকে ভোর পাঁচটা কড়াকড়ি থাকবে না।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত করোনা বিধি জারি ছিল রাজ্যে। এদিন নবান্ন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ৩০ অক্টোবর পর্যন্ত এই বিধি কার্যকর থাকবে। তবে ছাড় থাকবে ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত। তবে তার আগে এবং তার পরে রাতের কড়াকড়ি জারি থাকবে।

তবে এই বিজ্ঞপ্তিতেও লোকাল ট্রেনের ব্যাপারে কিছু লেখেনি নবান্ন। ফলে মনে করা হচ্ছে, যে ভাবে পেট্রলিং স্পেশাল লোকাল ট্রেন চলছে সেভাবেই চলবে। পুরো মাত্রায় ট্রেন চলাচলা অক্টোবরেও হবে না। মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা ইত্যাদি বিষয়গুলি মেনে চলতে হবে এক মাস।

প্রসঙ্গত, কোভিডের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা থেকে পুজোয় ভিড় নিয়ন্ত্রণে গতবারের বিধি কার্যকর করার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। সেই মামলায় আদালত যদি অন্য কিছু না বলে তা হলে এবার পুজোয় রাতের কলকাতা ভাসতে পারে জনজোয়ারে।

You might also like