Latest News

৮ দফা ভোট কেড়েছে অনেক প্রাণ, বাজেটে কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাজ্যের

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় আট দফা ভোট নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটের সময়ে, ভোটের পরে একাধিক বার অভিযোগ তুলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস> বুধবার রাজ্য বাজেট পেশ করতে গিয়ে সেখানেও এ নিয়ে অভিযোগ তোলা হল। বাজেট বক্তৃতার ২ নম্বর পৃষ্ঠায় স্পষ্ট লেখা হয়েছে সেকথা।

এদিন রাজ্য বাজেট পেশ করেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অর্থমন্ত্রী অমিত মিত্রর অসুস্থতার কারণেই এই সিদ্ধান্ত। গতবার ভোট অন অ্যাকাউন্টও অমিত মিত্র পেশ করেননি। তা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাজেট বক্তৃতায় লেখা হয়েছে, “দুর্ভাগ্যক্রমে আমাদের রাজ্যে ৮-দফা নির্বাচনী ২০২১-এর মার্চ মাসে কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউ ভীষণ ভাবে ছড়িয়ে পড়ে। মানুষের জীবনহানি কমানোর লক্ষ্যে নির্বাচনী দফা কমানোর আমাদের অনুরোধে কর্ণপাত করা হয়নি। আমাদের এই অনুরোধ যদি গৃহীত হতো তাহলে বেশ কিছু মানুষের জীবন বাঁচানো সম্ভব হতো।”

পরিসংখ্যান তুলে বলা হয়েছে, প্রথম দফার নির্বাচনের সময়ে কোভিড সংক্রমণ ছিল ৩ শতাংশ। অষ্টম দফার শেষে তা লাফিয়ে ৩৩ শতাংশে পৌঁছে যায়। অনেকের মতে, ঠারেঠোরে রাজ্য সরকার কোভিডে মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকেই কাঠগড়ায় তুলতে চেয়েছে।

ভোট ঘোষণার পর থেকেই এ নিয়ে কমিশনের বিরুদ্ধে ময়দানে নেমেছিল তৃণমূল। এমনকি দুদিন আগে বিধানসভাতেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নির্বাচন কমিশন অমিত শাহের কথায় চলেছে। তৃণমূলের বক্তব্য ছিল, যদি তামিলনাড়ুতে এক দফায় ভোট হতে পারে, যদি অসমে তিন দফায় ভোট হতে পারে, তাহলে বাংলায় আট দফা কেন।

আট দফা ভোট প্রসঙ্গে বিজেপি বারবার বলত, বাংলার যা আইনশৃঙ্খলার অবস্থা তাতে কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে। পাল্টা তৃণমূল প্রচারে তুলে ধরেছিল, এ আসলে বাংলাকে কলঙ্কিত করার ষড়যন্ত্র।

ভোটে বিপুল জনাদেশ নিয়ে তৃতীয়বার সরকার গঠন করেছে তৃণমূল। তারপর কমিশনের বিরুদ্ধে অভিযোগ শুধু আর রাজনৈতিক মঞ্চ কিংবা নবান্নের প্রেস কর্ণারে সীমাবদ্ধ রইল না। তাকে তুলে আনা হল রাজ্য বাজেটে। যা আজীবন থেকে যাবে ইতিহাসে।

অর্থাৎ নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থা কেন্দ্রীয় সরকার ও বিজেপির নির্দেশে চলছে বলে যে অভিযোগ তুলছিল শাসকদল এদিন সেটাকে অন্য ভাবে রাজ্য বাজেটে রাখা হল। জীবনহানির জন্য দায়ী করা হল নির্বাচন সদনকে।

You might also like