
দ্য ওয়াল ব্যুরো: তিন মাসের মধ্যে বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা (DA Case) সরকারি কর্মীদের মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। এবার সেই নির্দেশ পুনর্বিবেচনার করার আর্জি জানাল রাজ্য সরকার। বৃহস্পতিবার একটি রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য (State Government)।
গত মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল, আগামী তিন মাসের মধ্যে সরকারি কর্মীদের সকল বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। যদিও এখনও পর্যন্ত তেমন কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি রাজ্য সরকারকে। অনেকেই ভেবেছিলেন, রায় পুনর্বিবচনার আর্জি (Review Petition) জানাতে পারে সরকার।
সেটাই সত্যিই হল। বৃহস্পতিবার অনলাইনে রিভিউ পিটিশন জমা দেওয়ার কাজ সম্পন্ন করেছে রাজ্য সরকার। যদিও এখনও মানলাকারীদের নোটিস দেওয়া হয়নি। রিভিউ পিটিশনের আবেদন গ্রহণ হলেই সেই নোটিস যাবে।
উল্লেখ্য, পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মীরা বকেয়া ৩২ শতাংশ ডিএ মেটানোর দাবি জানিয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করে কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। এই নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াই চলে।
শেষে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। যদিও হাইকোর্টে ধাক্কা খায়। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের নির্দেশ বহাল রাখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবার সেই রায়েরই পুনর্বিবেচনার আর্জি জানানো হল।
জনসন বেবি পাউডার বন্ধ হচ্ছে বিশ্বজুড়ে! রাশিরাশি মামলার মুখে ‘বিষাক্ত পণ্য’ বিক্রির সিদ্ধান্ত