Latest News

মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হওয়ার ঘটনা! রাজস্থানে মৃত্যু তিনজনের

দ্য ওয়াল ব্যুরো: পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যুর (Death) ঘটনা রাজস্থানে (Rajastahan)। মন্দিরে (Temple) ঢোকার সময় রাজস্থানে পদপিষ্ট হয়ে মৃত্যু হল একাধিক পুণ্যার্থীর।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিকরে। এই ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন পুণ্যার্থী।

পুলিশ জানিয়েছে, সোমবার ভোর ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে খাটু শ্যাম মন্দিরের প্রবেশপথে। মন্দিরে ঢোকার সময় হুড়োহুড়িতে পড়ে যান লোকজন। সেখানেই অন্যদের পায়ের চাপে মৃত্যু হয় তিনজনের।

দুজন আহতকে জয়পুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিহারে সংকটে জোট সরকার, বিজেপির সঙ্গ ছাড়তে পারেন ক্ষুব্ধ নীতীশ কুমার

You might also like