Latest News

রইল সোমার কথাই, সাতদিনের মধ্যে শিক্ষিকা হিসেবে নিয়োগ করতে হবে, এসএসসিকে নির্দেশ নবান্নের

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষকতাই করবেন অন্য চাকরি নয়। ভরা এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যাযয়ের সামনে এমন কথাই জানিয়েছিলেন সোমা দাস। ব্লাড ক্যান্সারে আক্রান্ত সোমা এসএসসি চাকরি প্রার্থীদের মধ্যে একজন। লাগাতার আন্দোলন চালিয়ে আসছেন তিনি। সেই সোমা দাসকেই এবার চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনকে (SSC) নির্দেশ দিল নবান্ন। নির্দেশ, অবিলম্বে সহকারী শিক্ষিকার পদে চাকরির ব্যবস্থা করে দিতে হবে।

স্কুল শিক্ষা দফতরকে এমনই নির্দেশ (Nabanna) পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। সাতদিনের মধ্যে নিয়োগের কাজ শেষ করতে হবে।

বীরভূমের নলহাটির সোমা মাস্টার্স করেছেন, বিএড করেছেন। স্বপ্ন ছিল স্কুল শিক্ষিকার চাকরি করবেন। অভিযোগ, মেধা তালিকায় নাম থাকা সত্বেও তাঁর চাকরি হয়নি নিয়োগে দুর্নীতির কারণে।

গত ১৩ এপ্রিল নিজের এজলাসে সোমাকে ডেকেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুনেছিলেন তাঁর কথা। বলেছিলেন, তাঁর হয়ে সরকারের কাছে চাকরির সুপারিশ করবেন তিনি। শিক্ষকতা না হলে অন্য দফতরে কোন চাকরির জন্যও বলবেন তিনি।

কিন্তু সেদিন সোমা বলেছিলেন, তিনি একা চাকরি নিতে পারবেন না। সবাই মিলে আন্দোলন করছেন। একা চাকরি নেওয়া তাঁর ধর্মে সইবে না। বিচারপতি এও বলেছিলেন, অন্য দফতরে কাজের ব্যাপারেও তিনি সরকারের সঙ্গে কথা বলতে পারেন।

কিন্তু ক্যানসার আক্রান্ত সোমা এজলাসে দাঁড়িয়েই বলেছিলেন, তাঁর স্বপ্ন শিক্ষকতা করা। তিনি সেটাই করতে চান। অন্য কাজ নয়।

ফের খুলছে বর্ধমানের মিষ্টিহাবের দরজা, ভালো ব্যবসার আশায় ব্যবসায়ীরা

You might also like