
দ্য ওয়াল ব্যুরো: স্কুল শিক্ষক নিয়োগ (SSC) মামলায় গত বুধবার আড়াই ঘণ্টা জেরা করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। সিবিআই সূত্রে খবর, আগামী সপ্তাহেই নিজাম প্যালেসে ফের ডাকা হল পার্থবাবুকে।
আগের দিন আদালতের রক্ষাকবচের জন্য দিনভর চেষ্টা করেছিলেন পার্থবাবুর আইনজীবীরা। তবে শেষ পর্যন্ত ডিভিশন বেঞ্চ সেই আর্জি খারিজ করে দেয়। মামলা ফিরিয়ে দেয় বিচারপরি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে। সেই সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয়, পার্থকে সেদিনই হাজিরা দেওয়ার।
তারপর অবশ্য বৃহস্পতিবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে ফের মামলা দায়ের করেছেন পার্থ। সেইসঙ্গে পিটিশন দাখিল করে রেখেছেন শীর্ষ আদালতেও। এখন এদিন যদি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট পার্থ চট্টোপাধ্যায়কে রক্ষাকবচ দেয় তাহলে সামনের সপ্তাহে আর সিবিআই দফতরে যেতে হবে না পার্থকে।
আরও পড়ুন: পরেশ অধিকারীর মেয়ের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের, মাইনেও ফেরাতে হবে
আগের দিন পার্থকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার আগে শান্তিপ্রসাদ সিনহা-সহ কমিশনের উপদেষ্টা কমিটির একাধিক সদস্যকে নিজামে যেতে বলেছিল সিবিআই। সূত্রের খবর, তাঁদের মুখোমুখি বসিয়ে জেরাও করা হয় সিবিআই দফতরে। তা ছাড়া পার্থ বেরিয়ে আসার পরও দীর্ঘক্ষণ শান্তিপ্রসাদদের জেরা করে সিবিআই। এখন দেখার কবে পার্থকে ফের নিজামে যেতে হয়। বা আদৌ যেতে হয় কি না।