
দ্য ওয়াল ব্যুরো: সামনেই মুক্তি পাবে ‘পাঠান’। প্রচারের জন্য দিনরাত এক করে দিচ্ছেন শাহরুখ খান (SRK)। তবে এরমধ্যেও নিজের এনজিও (NGO)-র কাজ ভুললেন না তিনি। গত ৩১ ডিসেম্বর মধ্যরাতে দিল্লিতে স্কুটি দুর্ঘটনা (Delhi dragging case) কাণ্ডে মৃত্যু হয়েছে অঞ্জলি সিং নামে এক যুবতীর। এবার তাঁর পরিবারের পাশে দাঁড়াল অভিনেতার এনজিও মীর ফাউন্ডেশন।
সূত্রের খবর, মীর ফাউন্ডেশন অঞ্জলি সিংয়ের পরিবারকে একটি বড় অঙ্কের টাকা দান করেছে। যদিও সেই টাকার পরিমাণ বাইরের কেউই জানতে পারেননি। জানা গেছে, অঞ্জলি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করতেন। পরিবারে তিনি একাই উপার্জনকারী ছিলেন। ফলত তাঁর মৃত্যুর পর অকুল পাথারে পড়ে তাঁর পরিবার। এই খবর জানতে পেরেই এগিয়ে আসেন ‘বলিউড বাদশা’।
শাহরুখ তাঁর বাবা মীর তাজ মহম্মদ খানের নামে মীর ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। এর আগে অ্যাসিড আক্রান্ত বহু নারীর চিকিৎসার দায়িত্ব নিতে দেখা গেছে এই সংস্থাকে। এবার অঞ্জলির পরিবারের পাশেও দাঁড়াল তাঁরা। হয়তো এইজন্যই শাহরুখের অনুরাগীরা তাঁকে ‘কিং’ আখ্যা দিয়েছেন। বাংলা প্রবাদে তো আছেই, ‘রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান।’
৩১ রাতে তরুণীর ছেঁচড়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার গাড়ির মালিক, পলাতক আরও এক