Latest News

আরিয়ানের আইনজীবী বদল করলেন শাহরুখ, আর আস্থা নেই সতীশ মানশিন্ডেতে

দ্য ওয়াল ব্যুরো: রিয়া চক্রবর্তী থেকে শুরু করে সলমান খান কিংবা সঞ্জয় দত্ত, সকলেই আইনি বিপাকে ভরসা রেখেছেন তাঁর উপর। সতীশ মানশিন্ডে যেন আদালতে বলিউডের একমাত্র ভরসা। সম্প্রতি মাদক কাণ্ডে শাহরুখ খানের (SRK) ছেলে আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর সেই তাঁকেই ছেলের আইনজীবী হিসেবে নিয়োগ করেছিলেন শাহরুখ। কিন্তু আরিয়ানের খুব একটা সুবিধা আদালতে করে দিতে পারেননি সতীশ। এবার তাই তাঁর উপর আস্থা হারালেন বলিউড বাদশা।

দুর্গামূর্তি নেই! মালদহের গ্রামে পুজো হচ্ছে মমতার, মুখ্যমন্ত্রীর দশ হাতে রয়েছে দশ প্রকল্প

সম্প্রতি ছেলের আইনজীবী বদলেছেন শাহরুখ। সতীশ মানশিন্ডের জায়গায় নতুন আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে অমিত দেশাইকে। আরিয়ানের মামলা আদালতে এবার থেকে লড়বেন তিনিই।

দু’বার আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে গেছে মুম্বইয়ের আদালতে। উল্টে মাদক কাণ্ডে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। মুম্বইয়ের আর্থার রোড জেলেই এখন কাটছে আরিয়ানের দিন-রাত।

অমিত দেশাইয়েরও বলিউডে আইনজীবী হিসেবে খ্যাতি রয়েছে। তিনি সলমন খানের হিট অ্যান্ড রান মামলার আইনজীবী ছিলেন। মনে করা হচ্ছে আইনজীবী বদলের পিছনে সলমনের পরামর্শও রয়েছে। কারণ বন্ধু শাহরুখের দুর্দিনে একাধিকবার মন্নতে যেতে দেখা গেছে ভাইজানকেও।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like