
দ্য ওয়াল ব্যুরো: বছর শেষের আবহে নতুনকে বরণ করে নেওয়ার উৎসবে মেতেছে কলকাতা। শুক্রবার সারাদিনই শহরের নানা প্রান্তে ভিড় ছিল জনতার। কোভিড আবহে কেউ কেউ আবার বাড়ি বসেই নতুন বছর উদযাপন করছেন। এর মাঝেই সোষ্যাল মিডিয়ায় নতুন বায়না করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
নতুন বছরের মাত্র কয়েক মিনিট আগে শ্রীলেখা তাঁর ফেসবুকে জানিয়েছেন, রেড ওয়াইন খেতে চান তিনি। তাঁর কাছে যেটুকু ছিল তা ফুরিয়ে এসেছে। এই পরিস্থিতিতে ফেসবুক বন্ধুদের কাছেই সাহায্য চেয়েছেন অভিনেত্রী। লিখেছেন, কারও কাছে যদি রেড ওয়াইন থাকে তাহলে যেন শ্রীলেখাকে এক বোতল দিয়ে আসেন।
যোধপুর পার্কের কাছাকাছি যাঁরা থাকেন তাঁদের কাছেই রাতবিরেতে এমন সাহায্য চেয়েছেন শ্রীলেখা। একটা বোতল হলেই তাঁর চলে যাবে, জানিয়েছেন তিনি।
অভিনেত্রীর পোস্ট দেখে কমেন্ট বাক্সে ভিড় করেছেন তাঁর অনুরাগীরা। নানান রকম পরামর্শ দেওয়া হয়েছে। কেউ বলেছেন সুইগি থেকে রেড ওয়াইন অর্ডার করতে। কেউ আবার নিজের বাড়িতে শ্রীলেখাকে আমন্ত্রণ জানিয়েছেন। অনেকেই আবার অভিনেত্রীর কাছে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।