Latest News

বুর্জ খলিফায় প্রবল ভিড়, দর্শকদের জন্য শ্রীভূমির দরজা বন্ধ হল অষ্টমীতেই

দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকের শ্রীভূমি (Sreebhumi) যেন দেশপ্রিয় পার্ক। সবচেয়ে বড় দুর্গা ছিল না, তবে শ্রীভূমিতে এবছর ছিল বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং। দর্শকদের জন্য তার দরজা বন্ধ করে দেওয়া হল।

জ্বর, দুর্বলতা, এইমসে ভর্তি মনমোহন, অবস্থা স্থিতিশীল

শ্রীভূমিতে বুর্জ খলিফা দেখতে পুজোর শুরু থেকেই ভিড় করছিলেন উৎসবপ্রিয় জনতা। দ্বিতীয়া, তৃতীয়া থেকেই সেখানে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। পুজো যত এগোতে থাকে, বুর্জ খলিফায় ভিড় ততই বাড়তে থাকে। শেষমেশ দমকলমন্ত্রী সুজিত বসুর এই বিখ্যাত পুজো দর্শকদের ভিড়ের চাপ আর নিতে পারল না। বন্ধ করা হল মণ্ডপের দরজা।

বছর কয়েক আগে একবার দেশপ্রিয় পার্কের পুজোতেও এমন ঘটনা ঘটেছিল। সবচেয়ে বড় দুর্গা দেখতে এত মানুষ ভিড় জমিয়েছিলেন সেখানে যে একটা সময় মণ্ডপ বন্ধ করে দিতে হয়।

শ্রীভূমির পুজোয় এবার অন্যতম চমক ছিল বুর্জ খলিফার লেজার চমক। কিন্তু তা একদিন আগেই বন্ধ করতে হয়েছিল। লেজারের আলোতে বিমান চলাচলে অসুবিধা হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ করা হয় বিমানবন্দরে। সপ্তমীর সন্ধ্যাতেও তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর শ্রীভূমির গোটা মণ্ডপেই দর্শক প্রবেশ নিষিদ্ধ করে দিতে বাধ্য হল কর্তৃপক্ষ।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like