Latest News

স্পুটনিক-ভি সিঙ্গল শট আসছে শিগগির! বছরে ৮৫ কোটি ডোজ তৈরি হবে ভারতেই

দ্য ওয়াল ব্যুরো: চারিদিকে যখন টিকার টানাটানি তখন কিঞ্চিত আশা জাগালেন রাশিয়ান দূত।

ক্রমশই উৎপাদন বাড়বে কোভিডের রুশ টিকা স্পুটনিক-ভি সিঙ্গল শট ডোজের। ভারতেই প্রতিবছর উৎপন্ন হবে ৮৫ কোটি ডোজ। রবিবার রাশিয়ান দূত এন. কুদাশেভের বার্তায় মিলল এমনই আশ্বাস।

কুদাশেভ বললেন, ‘ইন্দো-রাশিয়ান ভ্যাকসিন’টি কার্যকারিতার নজিরে ইতিমধ্যেই বিশ্বে জনপ্রিয় হয়েছে। অন্যান্য ভ্যাকসিন নির্দিষ্ট সময় অন্তর যেখানে দুবার নিতে হচ্ছে, সেখানে স্পুটনিক-ভি একবারেই জব্দ করছে করোনা ভাইরাসকে। রাশিয়ান দূত আরও বলেন, ভারতে খুব শিগগির আসতে চলেছে সেই সিঙ্গল শট ইঞ্জেকশন। সেইসঙ্গে ভারতে ধাপে ধাপে উৎপাদন বাড়বে স্পুটনিক-ভি’র। আপাতত ভারতের বুকে বছরে ৮৫ কোটি ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছেন তাঁরা।

কুদাশেভ এদিন বলেন, ২০২০-র মাঝামাঝি থেকেই স্পুটনিক-ভি প্রয়োগ করা হয়েছে রাশিয়ার নাগরিকদের। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোভিডের নতুন স্ট্রেনের বিরুদ্ধেও এই ভ্যাকসিন কার্যকরী। অতএব, ভারতে করোনা নিয়ন্ত্রণেও সফল হবে এই ভ্যাকসিন, চিন্তার কোনও কারণ নেই।

চূড়ান্ত ভ্যাকসিন সংকটের মধ্যে গত ১ মে আইসিএমআর-এর ছাড়পত্র পেয়ে স্পুটনিক ভি-র প্রথম ব্যাচ আসে ভারতে। তাতেও মেটেনি ঘাটতি। এবার স্পুটনিক ভি ভ্যাকসিনের দ্বিতীয় লট এসে পড়ল হায়দরাবাদে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, পরের সপ্তাহ থেকেই বাজারে আসতে চলেছে এই ভ্যাকসিন।

হায়দরাবাদের ডক্টর রেড্ডিস ল্যাব স্পুটনিক ভি ভ্যাকসিন উত্‍পাদনের ছাড়পত্র পেয়েছে ভারতে। তারা জানিয়েছে আমদানির খরচ সহ একেকটি ডোজের দাম পড়ছে ৯৯৫ টাকা।

ডক্টর রেড্ডিস ল্যাবের উচ্চপদস্থ আধিকারিক দীপক সাপ্রা জানান, হায়দরাবাদে স্পুটনিক-ভির ডোজ নিয়েছেন তিনি নিজেও। বলেন, পরবর্তী ৮-১০ মাসে ভারতে আরও ২৫০ লক্ষ স্পুটনিক ডোজ আসবে। আগামী জুলাই মাস থেকেই দেশে এই ভ্যাকসিন উৎপাদনের কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

সাপ্রা আরও বলেন, ভারতে তৈরি হতে শুরু করলে স্পুটনিক ভির দাম অনেকটাই কমে যাবে। আমদানি শুল্ক পড়বে না আর।

You might also like