
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার স্পুটনিক ভি টিকা নিয়ে আগ্রহ রয়েছে অনেকেরই। পরীক্ষামূলকভাবে বাজারে আনাও হয়েছে এই নতুন করোনা টিকা। কিন্তু এখনও বাজারে মিলছে না এই টিকা, কো-উইন অ্যাপেও এই টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে পারছেন না সাধারণ মানুষ। কবে নাগালে আসবে এই টিকা, প্রশ্ন এখন অনেকের মনেই।
এদেশে এই টিকা তৈরির বরাত পেয়েছে ডক্টর রেড্ডিস ল্যাব। তাদের তরফে এবার ঘোষণা করা হল, খুব শিগগিরই এই টিকাকে ‘বাণিজ্যিক ভাবে লঞ্চ’ করা হবে। কাজ চলছে দ্রুতগতিতে। ডক্টর রেড্ডিস্ ল্যাবরেটরির সিইও দীপক সাপরা এ বিষয়ে বলেন, “স্পুটনিক ভি টিকা তৈরির জন্য ৬টি ইউনিটকে বেছে নেওয়া হয়েছে। প্রথম দিকে রাশিয়া থেকে এই টিকা নিয়ে আসা হবে।”
এর পরে ৬টি ইউনিটের মধ্যে ২টি ইউনিট জুন-জুলাই মাস থেকে টিকা সরবরাহ করতে পারবে বলে জানান তিনি। বাকি দুটি ইউনিট আগস্ট মাস থেকে টিকা সরবরাহ করতে পারবে বলে মনে করা হচ্ছে। সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আরও দুটি ইউনিট ‘মেড ইন ইন্ডিয়া’ টিকা সরবরাহ করবে। ২০২১ সালের মধ্যেই দেশের ১২ থেকে ১৩ কোটি মানুষের কাছে এই টিকা পৌঁছে যাবে।
তবে দেশের বিভিন্ন শহরে ভ্যাকসিন পৌঁছনোর আগে পরিবহণ ব্যবস্থাও আরও বেশি সচল হওয়া দরকার বলে জানিয়েছে হায়দরাবাদের সংস্থা রেড্ডিস ল্যাব। বিশাখাপত্তনম, বেঙ্গালুরু, মুম্বই, কলকাতা, দিল্লি, বাড্ডি, চেন্নাই, মিরালাগুডা এবং কোলাপুরে টিকা পাঠানো হবে প্রাথমিক ভাবে। পরে আরও বেশি কিছু শহরকে এই তালিকায় রাখা হয়েছে।
ভ্যাকসিনকেই এখন করোনা-যুদ্ধের প্রথম ও প্রধান অস্ত্র বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশজুড়ে জোরগতিতে চলছে টিকাকরণ। এখন দেশে রয়েছে দুটি টিকা, কোভ্যাক্সিন ও কোভিশিল্ড। এবার তৃতীয় টিকা হিসেবে ব্যবহারের অনুমোদন পেয়েছে স্পুটনিক ভি।
প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে, এই স্পুটনিক ভি ভ্যাকসিন রাখতে হবে -১৮ ডিগ্রি সেন্টিগ্রেডে। সেই অনুযায়ী কোল্ড স্টোরেজের বন্দোবস্ত করা হচ্ছে বিভিন্ন শহরে।