Latest News

Sputnik V: স্পুটনিকের বুস্টার ডোজেও ছাড়পত্র দিল কেন্দ্র, ৬ লাখের বেশি ভ্যাকসিন আসছে বাজারে

দ্য ওয়াল ব্যুরো: ভারতে স্পুটনিকের (sputnik v) বুস্টার ডোজে ছাড়পত্র দিল কেন্দ্র সরকার। দেশের নানা প্রান্তে কোভিড ফের মাথা চারা দিয়ে উঠছে। এই পরিস্থিতিতে রাশিয়ান ভ্যাকসিনের বুস্টার ডোজ যাঁরা নিতে চান তাঁদের জন্য সুখবর।

আরও পড়ুন: প্রতিবেশীকে ভয় দেখাতে মাওবাদী পোস্টার রিষড়ায়, পুলিশের জালে ১

কেন্দ্রের তরফে ৬ লাখের বেশি স্পুটনিক ভি (sputnik v) ভ্যাকসিনে বুস্টার ডোজ (Booster Dose) হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। চলতি বছর থেকেই দেশের প্রাপ্তবয়স্ক নাগরিকদের কোভিড ভ্যাকসিনের তিন নম্বর ডোজ দেওয়া শুরু হয়েছে। তবে তা শুধুমাত্র কোভিশিল্ড এবং কোভ্যাকসিনের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। যাঁরা ওই দুই ভ্যাকসিন নিয়েছেন তাঁরা পাচ্ছিলেন বুস্টার ডোজ। এখন থেকে স্পুটনিক ভি ভ্যাকসিন প্রাপকরাও বুস্টার ডোজ নিতে পারবেন।

এদেশে কোভিডের তিন নম্বর ডোজটিকে প্রিকশনারি ডোজ বলা হচ্ছে (sputnik v)। কেন্দ্র সরকার এই ডোজ হিসেবে স্পুটনিক লাইটে ছাড়পত্র দিয়েছে। শীঘ্রই তা প্রাইভেট ভ্যাকসিন সেন্টারগুলোতে পাওয়া যাবে।

স্পুটনিক লাইটে স্পুটনিক ভি-এর প্রথম ডোজের সমস্ত উপাদান রয়েছে। ন্যাশানাল টেকনিকাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাইজেশন রাশিয়ার এই স্পুটনিক লাইট ভ্যাকসিনটিকে প্রিকশনারি ডোজ হিসেবে রেকমেন্ড করেছিল।

তবে কবে কখন এই ভ্যাকসিন বাজারে আসছে তা নিয়ে কোনও স্পষ্ট বিজ্ঞপ্তি এখনও জারি করা হয়নি। ড্রাগস কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়ার তরফেও এই স্পুটনিক লাইটকে জরুরি ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে। রাশিয়ান ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে ব্যবধান এখন ২১ থেকে ৩০ দিন।

You might also like