
Happy to announce pic.twitter.com/USPo3ahKZJ
— East Bengal FC (@eastbengalfc) September 15, 2020
ইনভেস্টর নিশ্চিত হয়ে যাওয়ার পরও দুশ্চিন্তায় ছিলেন সমর্থকরা। ক্লাবের নাম কী হবে, এএফসি গাইডলাইন মানবে কিনা শ্রী সিমেন্ট, নাকি ফের অথৈ জলে পড়বে শতবর্ষে পা দেওয়া ক্লাব, এসব নিয়ে গুঞ্জন চলছিলই।
সোমবার বিড পেপার জমা না হওয়ায় তা আরও উস্কে যায়। অবশেষে মঙ্গলবারেই শুভ খবর দিল ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। এবার শুধু আনুষ্ঠানিক ঘোষণা করবে এফএসডিএল।
এটিকের সঙ্গে মোহনবাগান মার্জ হয়ে যাওয়ার পর থেকেই চাপ বাড়ছিল ইস্টবেঙ্গলের উপর। প্রতিপক্ষ দেশের এক নম্বর লিগ খেলবে সেখানে ইস্টবেঙ্গল খেলবে না? এই যন্ত্রণাই কুড়ে কুড়ে খাচ্ছিল সমর্থকদের। অবশেষে শাপমুক্তি।
তা ছাড়া কর্তাদের উপরও ছিল পাহাড় প্রমাণ চাপ। লকডাউনের ফলে আর্থিক অধোগতির ফলে একের পর এক ইনভেস্টরের না করে দেওয়ায় চাপ ক্রমশ বাড়ছিল। তার উপর অসংখ্য দেশীয় তারকার সঙ্গে চুক্তি সেরে রেখেছিল ইস্টবেঙ্গল। বলবন্ত সিং, সিকে বিনীতদের মতো তারকা রয়েছেন সেই তালিকায়। শেষ পর্যন্ত ইনভেস্টর জোগাড় করে, আইএসএলের বিড জমা দিল ইস্টবেঙ্গল।