Latest News

শান্তিকেতনে আদিবাসীদের সঙ্গে নাচছেন স্পাইডারম্যান! ভিডিও দেখে হেসে খুন নেট নাগরিক

দ্য ওয়াল ব্যুরো: ছোটখাটো বেড়াতে যাওয়ার জায়গা মানে বাঙালির পছন্দের শান্তিনিকেতন (Shantiniketan)। সোনাঝুরির হাট, আদিবাসী নাচ, বাউল গান আর রবীন্দ্রনাথ, বাঙালির পছন্দের সংমিশ্রণ। আদিবাসী নাচের (Spider-Man) সঙ্গে পা মেলাতে দেখা যায় অনেককেই।

কিন্তু এবার শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে আদিবাসীদের সঙ্গে পা মেলালেন স্পাইডারম্যান। সেই ভিডিও আবার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন স্বয়ং স্পাইডারম্যান নিজেই।

ভিডিওতে দেখা যাচ্ছে, একজন স্পাইডারম্যানের পোশাক পরে আদিবাসীদের সঙ্গে ঘুরে ঘুরে নাচছেন। কিন্তু তাঁর নাচের ধরন আদিবাসীদের মতো মোটেই নয়। তিনি নিজের তালে, নিজের ধরনে নেচে চলেছেন। অদ্ভুত তাঁর নাচের ধরন। এই লাফাচ্ছেন, এই হাঁটছেন, তো এই এক জায়গায় দাঁড়িয়েই পা নাচাচ্ছেন। এই ভিডিও দেখে তো হেসে কুটোপুটি নেট দুনিয়া। এমনকি, ওই স্পাইডারম্যান যাঁদের সঙ্গে নাচছেন, তাঁরাও তাঁকে দেখে বেজায় মজা পেয়েছেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। স্পাইডারম্যানের পোশাক পরে যিনি নাচছেন, তাঁকে এই পোশাকে দারুণ মানিয়েওছে, সে কথা বলেছেন অনেকে।  

কিম কার্দাশিয়ানের মতো লুক চাই! ৪৮ লক্ষ টাকা দিয়ে ‘চেহারা বদল’ কোরিয়ার যুবতীর

You might also like