Latest News

জরুরি অবতরণের পর যাত্রীদের করাচিতে পড়ে থাকতে হয়েছে ১১ ঘণ্টা! স্পাইসজেটে বিরক্ত সকলে

দ্য ওয়াল ব্যুরো: স্পাইসজেটের (Spicejet) বিমান পরিষেবা নিয়ে হতাশ যাত্রীরা। মঙ্গলবার একইদিনে দু’বার স্পাইসজেটের বিমানে সমস্যা দেখা দেয় মাঝ আকাশে। দুই ক্ষেত্রেই বিমান জরুরি অবতরণ করাতে হয়। কিন্তু করাচিতে হঠাৎ নেমে যাওয়া বিমানের যাত্রীদের যে ভোগান্তি সইতে হয়েছে মঙ্গলবার, তাতে স্পাইসজেট নিয়ে বিরক্ত অনেকেই।

করাচিতে (Karachi) ১১ ঘণ্টা আটকে থাকতে হয়েছে স্পাইসজেটের ওই বিমানের ১৩৮ জন যাত্রীকে। তার আগে কোনও বিমান পাঠানোই যায়নি!

মঙ্গলবার ১৩৮ জন যাত্রী নিয়ে দিল্লি থেকে দুবাই যাচ্ছিল স্পাইসজেটের ওই বিমান। মাঝ আকাশে হঠাৎই বিমানের জ্বালানি নিয়ন্ত্রণে কিছু সমস্যা হয়। ফুয়েল ইন্ডিকেটরে অস্বাভাবিকত্ব দেখে তড়িঘড়ি বিমান নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন পাইলট। যদিও স্পাইসজেটের তরফে জানানো হয়েছে বিমানটি ওড়ার আগে যান্ত্রিক কোনও ত্রুটি চোখে পড়েনি।

যাত্রীদের নিয়ে করাচিতে জরুরি অবতরণ করে ওই বিমান। তারপর বলা হয়েছিল মুম্বই থেকে আরেকটি ফ্লাইট করাচিতে পাঠানো হচ্ছে ওই যাত্রীদের দুবাই পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু তা আসতে আসতেই সময় লেগে গেল ১১ ঘণ্টা।

যাত্রীরা সকলে অবশ্য নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন মঙ্গলবার রাতে। করাচিতে থেকে বিকল্প বিমানটি ওড়ে রাত ৯টা ২০ মিনিটে। কেন যাত্রীদের এতক্ষণ অপেক্ষা করতে হল সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

এখানেই শেষ নয়, ওই দিনই বেলার দিকে স্পাইসজেটের আরও একটি বিমানে সমস্যা দেখা দেয়। গুজরাত থেকে মুম্বই যাচ্ছিল যে বিমান, মাঝপথে তাঁকেও জরুরি অবতরণ করতে হয়। মাঝ আকাশেই বিমানকর্মীরা লক্ষ্য করেন বিমানটির ডানায় ক্র্যাক দেখা দিয়েছে। গত তিন সপ্তাহে স্পাইসজেটের বিমানে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা এই নিয়ে সপ্তমবার দেখা গেল। যাত্রীরা এমন পরিষেবাতে মোটেই খুশি নন।

You might also like